বিষয়বস্তুতে চলুন

চুরি

wikishia থেকে

চুরি (আরবি: سرقة); হচ্ছে অন্যের অস্থাবর সম্পত্তি গোপনে চুরি করা। [] চুরি করা হারাম এবং কবিরা গুনাহর অন্তর্ভূক্ত।[] হাদীসে অর্থনৈতিক নিরাপত্তার ক্ষতি, ঝগড়া-বিবাদ, খুন ও ব্যবসায় অনীহাকে এর পরিণতি হিসেবে বিবেচনা করা হয়েছে।[] ফকীহগণের মতে, চুরি করলে দায় মেটাতে হবে[] এবং চোরকে অবশ্যই স্বয়ং ঐ মাল বা অনুরূপ মাল তার মালিককে ফিরিয়ে দিতে হবে।[] আর সম্পত্তির মালিকের মৃত্যু হলে তা তার ওয়ারিস তথা উত্তরাধিকারীদের নিকট এবং যদি তার কোন উত্তরাধিকারী না থাকে তবে তা ইমামের (আ.) কাছে পৌঁছে দিতে হবে।[]

ফকীহগণ এই আয়াতের «...وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَیدِیهُمَا»[] উপর ভিত্তি করে বিশ্বাস করেন যে, চুরির হদ (ইসলামী আইনে সুনির্দিষ্ট শাস্তি) হচ্ছে চোরের হাতের আঙ্গুল কর্তণ করা।[] অবশ্য, চুরির হদ বাস্তবায়নের জন্য কিছু শর্তাবলী থাকা প্রয়োজন বলে মনে করেন[] এবং ঐ শর্তাবলী না থাকলে হদ জারি হবে না এবং চোরকে তা’যীর (সাধারণ শাস্তি বা যে শাস্তি ইসলামী আইনে সুনির্দিষ্ট করা হয়নি) দেয়া হবে।[১০] হদ বাস্তবায়নের প্রয়োজনীয় শর্তাবলী যেমন, মালিকের অজ্ঞাতসারে 'হেরয' (সিন্দুক, বাক্স জাতীয় জিনিস যা সুরক্ষা দিতে সক্ষম) ভেঙ্গে তার মধ্য হতে সম্পদ চুরি করা।[১১] ফকীহগণ হেরয বলতে এমন জিনিসকে জ্ঞান করেন যা উরফের দৃষ্টিতে সম্পদের সুরক্ষা দিতে সক্ষম।[১২] শেখ তাবারসী’র মতে, হেরয হচ্ছে এমন একটি স্থান যেখানে মালিকের অনুমতি ব্যতীত কেউ প্রবেশ করতে এবং হস্তগত করতে পারবে না।[১৩]

ফিকীহগণের মতে, পকেটমার এবং আত্মসাৎকারী যারা কিনা প্রকাশ্যে ও হেরয না ভেঙ্গে সম্পদ চুরি করে, তাদের ক্ষেত্রে চুরির হদ প্রযোজ্য হবে না[১৪] এবং শুধুমাত্র তা’যীর হবে।[১৫] পকেটমারদের জন্য চুরির হদ জারি করার ক্ষেত্রে তারা মনে করেন, পকেটমার যদি পোষাকের ভিতরের পকেট থেকে চুরি করে থাকে, তবে তা হবে হেরয ভাঙ্গার ন্যায় এবং তার হদ হবে তার হাতের আঙ্গুল কর্তন করা।[১৬] কিন্তু যদি কোন ব্যক্তির বাইরের পকেট থেকে (যা প্রকাশ্য) চুরি করে তবে তা’যীর হবে; কেননা, বাইরের পকেট হেরযের হুকুম রাখে না।[১৭] ইমাম খোমেনী মনে করেন, যদি উরফ (সাধারণ দৃষ্টিভঙ্গি) বাইরের পকেট থেকে চুরিকে হেরয থেকে চুরি করা বলে মনে করে তবে চুরির হদ জারি হতে পারে।[১৮]

ভার্চুয়াল পন্থায় বা সাইবার স্পেসে চুরির শাস্তি সম্পর্কে ফকীহগণ মনে করেন, সাইবার স্পেসে চুরির ক্ষেত্রেও যদি চুরির হদ জারির শর্তগুলো পূরণ করে থাকে, যেমন: সুরক্ষা ভাঙ্গা (এটিএম কার্ডের পাসওয়ার্ড হ্যাক করে তা থেকে টাকা উত্তোলন করা) তাহলে শাস্তি হল চোরের আঙ্গুল কর্তণ করা এবং যদি এমন না হয় তথা শর্তগুলো না থাকে, তবে চোরের শাস্তি হবে তা’যীর।

তথ্যসূত্র

  1. ইবনে ইদ্রিস, আস্-সারাইর, ১৪১০ হি., খ: ২, পৃ: ৪৮৩ ও ফাযিল জাওয়াদ, মাসালেকুল আফহাম, ১৩৬৫ (ফার্সি সন), খ: ৪, পৃ: ২০৩।
  2. নাজাফী, জাওয়াহিরুল কালাম, ১৩৬২ (ফার্সি সন), খ: ১৩, পৃ: ৩১০।
  3. হুর আমেলী, ওয়াসায়েলুশ শিয়া, ১৪২৪ হি., খ: ১৮, পৃ: ৪৮২।
  4. শহিদ সানী, আর্-রাওদাতুল বাহিয়্যাহ, ১৪১০ হি., খ: ৯, পৃ: ৩০৫।
  5. শহিদ সানী, আর্-রাওদাতুল বাহিয়্যাহ, ১৪১০ হি., খ: ৯, পৃ: ৩০৫।
  6. নাজাফী, জাওয়াহিরুল কালাম, ১৩৬২ (ফার্সি সন), খ: ৪১, পৃ: ৫৪৪।
  7. সূরা মায়িদা: ৮৪।
  8. মারাশি নাজাফী, আহকামু আস্-সারিকাহ, ১৩৮২ (ফার্সি সন), পৃ: ৩১৬; শেইখ তুসী, আল-মাবসুতু ফি ফিকহিল ইমামিয়্যাহ, ১৩৮৭ (ফার্সি সন), পৃ: ১৯; আল্লামা হিল্লি, মুখতালাফু আশ্-শিয়াতি ফি আহকামিশ শারিয়াতি, ১৩৭৪ (ফার্সি সন), খ: ৯, পৃ: ২৪৯।
  9. মুহাক্কেক হিল্লি, শারাইউল ইসলাম, ১৪০৯ হি., খ: ৪, পৃ: ১৫৯ ও তাবরিযী, আস্-সাসুল হুদুদ ওয়া তা’যিরাত, ১৩৭৬ (ফার্সি সন), পৃ: ৩০৯।
  10. আলামুল হুদা, আল্-ইন্তিসার, ১৪১৫ হি., পৃ: ৫২৮-৫২৯ ও শেইখ তুসী, আল-খালাফ, ১৪০৭ হি., খ: ৫, পৃ: ৪৫২।
  11. ইমাম খোমিনী, তাহরিরুল ওয়াসিলাহ, ১৩৯০ হি., খ: ২, পৃ: ৪৫৮।
  12. ফাযিল হিন্দি, কাশফুল লিসাম আন কাওয়াইদুল আহকাম, ১৪১৬ হি., খ: ১০, পৃ: ৫৯৯ ও ফেইয কাশানী, মাফাতিহুশ শারায়েঅ, ১৩৯৫ (ফার্সি সন), খ: ২, পৃ: ৯২।
  13. তাবারসি, মাজমাউল বায়ান, ১৪০৮ হি., খ: ৩, পৃ: ২৯৭।
  14. গুলপায়গানী, আদ্-দুররুল মানযুদ ফি আহকামিল হুদুদ, ১৪১৭ হি., খ: ৩, পৃ: ৩০৯।
  15. গুলপায়গানী, আদ্-দুররুল মানযুদ ফি আহকামিল হুদুদ, ১৪১৭ হি., খ: ৩, পৃ: ৩০৯।
  16. মুহাক্কেক হিল্লি, শারাইউল ইসলাম, ১৪০৯ হি., খ: ৪, পৃ: ১৬২।
  17. শেইখ তুসী, আল-খালাফ, ১৪০৭ হি., খ: ৫, পৃ: ৪৫১।
  18. ইমাম খোমিনী, তাহরিরুল ওয়াসিলাহ, ১৩৯০ হি., খ: ২, পৃ: ৪৮৬।

গ্রন্থপঞ্জি

  • ইবনে ইদ্রিস, মুহাম্মাদ বিন আহমাদ, আস্-সারাইর: আল-হাভী লি তাহরিরিল ফাতাভী, কোম, মুয়াসসাসাতু আন্-নাশরিল ইসলামি, ১৪১০ হি.,
  • ইমাম খোমিনী, সাইয়্যেদ রুহুল্লাহ, তাহরিরুল ওয়াসিলাহ, নাজাফ, মাতবায়াতুল আদাব, ১৩৯০ হি.,
  • তাবরিযী, জাওয়াদ, আস্-সাসুল হুদুদ ওয়া তা’যিরাত, কোম...১৩৭৬ (ফার্সি সন),
  • হুর আমেলী, মুহাম্মাদ বিন হাসান, ওয়াসায়েলুশ শিয়া, কোম, মুয়াসসাসাতু আন্-নাশরিল ইসলামি, ১৪২৪ হি.,
  • শহিদ সানী, যাইনুদ্দিন বিন আলী, আর্-রাওদাতুল বাহিয়্যাহ, কোম, মাকতাবুল ইলামিল ইসলামি, ১৪১০ হি.,
  • শহিদ সানী, যাইনুদ্দিন বিন আলী, মাসালিকুল আফহাম, মুয়াসসাসাতুল মায়ারিফিল ইসলামিয়্যাহ, ১৪১৩ হি.,
  • শেইখ সাদুক, মুহাম্মাদ বিন আলী, মান লা ইয়াহযুরুহুল ফাকিহ, কোম, মুয়াসসাসাতু আন্-নাশরিল ইসলামি, ১৪০৪ হি.,
  • শেইখ তুসী, মুহাম্মাদ বিন হাসান, আল-ইস্তিবসার, কোম, দারুল কুতুবিল ইসলামিয়্যাহ, ১৩৯০ হি.,
  • শেইখ তুসী, মুহাম্মাদ বিন হাসান, তাহযিবুল আহকাম, তেহরান, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১৪০৭ হি.,
  • শেইখ তুসী, মুহাম্মাদ বিন হাসান, আল-খালাফ, কোম, দাফতারে নাশরে ইসলামি, ১৪০৭ হি.,
  • শেইখ তুসী, মুহাম্মাদ বিন হাসান, আল-মাবসুতু ফি ফিকহিল ইমামিয়্যাহ, তেহরান, মাকতাবাতুল মুর্তাযাভিয়্যাহ, ১৩৮৭ (ফার্সি সন),
  • তাবাতাবায়ী, সাইয়্যেদ আলী, রিয়াজুল মাসায়েল, কোম, মুয়াসসাসাতু আন্-নাশরিল ইসলামি, ১৪২২ হি.,
  • তাবারসি, ফাযল বিন হাসান, মাজমাউল বায়ান, বৈরুত, দারুল মারিফা, ১৪০৮ হি.,
  • আল্লামা হিল্লি, হাসান বিন ইউসুফ, মুখতালাফু আশ্-শিয়াতি ফি আহকামিশ শারিয়াতি, কোম, মুয়াসসাসাতু আন্-নাশরিল ইসলামি, ১৩৭৪ (ফার্সি সন),
  • আলামুল হুদা, আলী বিন হোসাইন, আল্-ইন্তিসার, কোম, মুয়াসসাসাতু আন্-নাশরিল ইসলামি, ১৪১৫ হি.,
  • ফাযিল জাওয়াদ, জাওয়াদ বিন সাঈদ, মাসালেকুল আফহাম, তেহরান, মুর্তাযাভি, ১৩৬৫ (ফার্সি সন),
  • ফাযিল হিন্দি, মুহাম্মাদ বিন হাসান, কাশফুল লিসাম আন কাওয়াইদুল আহকাম, কোম, মুয়াসসাসাতু আন্-নাশরিল ইসলামি, ১৪১৬ হি.,
  • ফেইয কাশানী, মুহাম্মাদ বিন মুর্তাযা, আস্-সাফি ফি তাফসিরিল কুরআন, তেহরান, ইন্তেশারাতে কিতাবফুরুশিয়ে ইসলামি, ১৩৫৬ (ফার্সি সন),
  • ফেইয কাশানী, মুহাম্মাদ বিন মুর্তাযা, মাফাতিহুশ শারায়েঅ, তেহরান, মাদরাসেয়ে আলিয়ে শহিদ মুতাহারী, ১৩৯৫ (ফার্সি সন),
  • শেইখ কুলাইনী, মুহাম্মাদ বিন ইয়াকুব, আল-কাফি; তাহকিক- আলী আকবার গাফফারী, তেহরান, দারুল কুতুবিল ইসলামিয়্যাহ, ১৩০৭ হি.,
  • গুলপায়গানী, সাইয়্যেদ মুহাম্মাদ রেযা, আদ্-দুররুল মানযুদ ফি আহকামিল হুদুদ, কোম, দারুল কুরআনিল কারিম, ১৪১৭ হি.,
  • মুহাক্কেক হিল্লি, জাফর বিন হাসান, শারাইউল ইসলাম, মুয়াসসেসেয়ে ইসমাইলিয়ান, ১৪০৯ হি.,
  • মারাশি নাজাফী, সাইয়্যেদ শাহাবুদ্দিন, আহকামু আস্-সারিকাহ, কোম, কিতাবখানা আয়াতুল্লাহ মারাশি নাজাফী, ১৩৮২ (ফার্সি সন),
  • মুকাদ্দাস আরদাবিলী, আহমাদ, মাজমাউল ফাইদাহ, কোম, মুয়াসসাসাতু আন্-নাশরিল ইসলামি, ১৪০৩ হি.,
  • নাজাফী, মুহাম্মাদ হাসান, জাওয়াহিরুল কালাম; মুহাম্মাদ কুচানী, বৈরুত, দারু ইহয়াইত তুরাসিল আরাবি, ৭ম সংস্করণ, ১৩৬২ (ফার্সি সন),