বিষয়বস্তুতে চলুন

খাওলাহ বিনতে মানযুর

wikishia থেকে

খাওলাহ বিনতে মানযুর ইবনে যাব্বান আল-ফাযারি; ইমাম হাসান মুজতাবার (আ.) সহধর্মিণী এবং হাসানে মুসান্না’র সম্মানিত মাতা। প্রথমে তিনি জামালের যুদ্ধে নিহত ‘মুহাম্মাদ ইবনে তালহা’র স্ত্রী ছিলেন, অতঃপর ইমাম হাসান মুজতাবার (আ.) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[] খাওলাহ’র মা ছিলেন মালিকাহ বিনতে খারেজাহ ইবনে সানান।[]

খাওলাহ’র প্রথম স্বামী মুহাম্মাদ ইবনে তালহা নিহত হওয়ার পর তার ভগ্নিপতি আব্দুল্লাহ ইবনে যুবাইর তার পিতার অবর্তমানে ইমাম হাসানকে (আ.) খাওলাহ’র সাথে বিবাহের প্রস্তাব দেন, ইমাম হাসানও সে প্রস্তাব রাজি হয়ে যান। বলা হয়েছে যে, বিষয়টি সম্পর্কে খাওলাহ’র পিতা জানতে পেরে প্রথমে অসন্তুষ্ট হলেও অবশেষে সম্মতি দেন।[] অবশ্য বিশিষ্ট ঐতিহাসিক ও গবেষক বাকের শারিফ কারশী (১৪৩৩ হি.) এ বর্ণনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন এবং এমন বিষয় ইমাম হাসানের (আ.) শান ও মর্যাদা বিরোধী বলে জ্ঞান করে নিজের কথার পক্ষে যুক্তিও পেশ করেছেন।[]

একইভাবে কেউ কেউ ইমাম হাসানের (আ.) শাহাদাতের পূর্বে খাওলাহ’র মৃত্যু বা তাকে তালাক প্রদানের কথাও বর্ণনা করেছেন। [] আবার কারো কারো মতে, ইমাম হাসানের (আ.) শাহাদাতের পর খাওলাহ আব্দুল্লাহ ইবনে যুবাইরকে বিবাহ করেছেন।[] কিন্তু বাকের শারিফ কারশী’র মতে, খাওলাহ ইমামের (আ.) শাহাদাতের পর আর বিবাহ করেননি।[] আব্দুর রাহমান ইবনে কাসেম (৩৩৯ হি.) রচিত ‘আল-আমালী ফিল মুশকিলাতিল কুরআনিয়াহ ওয়াল হুকম ওয়াল আহাদিসিন নাবাভিয়াহ’ গ্রন্থে বলা হয়েছে, ইমাম হাসানের শাহাদাতে খাওলাহ ভেঙ্গে পড়েন এবং অনেক বেশী কান্নাকাটি করতে থাকেন। এ সময় তাকে সান্ত্বনা দিতে তার পিতা একটি কবিতা লিখেছিলেন:

نبئت خولة امس قد جزعت          من ان تنوب نوائب الدهر

لاتجزعی یا خول و اصطبری               ان الکرام بنوا علی الصبر

গতকাল জেনেছি নিয়তির মুসিবত খাওলাহ’র দরজায় কড়া নাড়ায় সে কেঁদেছে,

খাওলাহ! কেঁদো না, ধৈর্য ধরো, কেননা মহান ব্যক্তিরা ধৈর্যশীল ছিলেন।

মুহাম্মাদ ইবনে তালহা থেকে খাওলাহ’র ৩টি সন্তান রয়েছে, তাদের নাম; ইব্রাহিম, দাউদ ও উম্মু কাসিম।[] ইমাম হাসান (আ.) থেকেও ‘হাসান’ নামে তার আরেকটি সন্তান রয়েছে, হাসানে মুসান্না নামে যিনি অধিক পরিচিত।

তথ্যসূত্র

  1. আবুল ফারাজ ইস্ফাহানী, আল-আগানী, ১৪১৫ হিঃ, খণ্ড-১২, পৃষ্ঠা নং-৪০৮।
  2. বালাজুরী, আনসাবুল আশরাফ, ১৩৯৭ হিঃ, খণ্ড-৩, পৃষ্ঠা নং-৭২।
  3. বালাজুরী, আনসাবুল আশরাফ, ১৩৯৭ হিঃ, খণ্ড-৩, পৃষ্ঠা নং-২৪-২৫।
  4. কারশী, হায়াতুল ইমাম হোসাইন (আ.), খণ্ড-২, পৃষ্ঠা নং-৪৫৭।
  5. আবুল ফারাজ ইস্ফাহানী, আল-আগানী, ১৪১৫ হিঃ, খণ্ড-১২, পৃষ্ঠা নং-৪০৯।
  6. আবুল ফারাজ ইস্ফাহানী, আল-আগানী, ১৪১৫ হিঃ, খণ্ড-১২, পৃষ্ঠা নং-৪৫৭।
  7. আবুল ফারাজ ইস্ফাহানী, আল-আগানী, ১৪১৫ হিঃ, খণ্ড-১২, পৃষ্ঠা নং-৪৫৭।
  8. আবুল ফারাজ ইস্ফাহানী, আল-আগানী, ১৪১৫ হিঃ, খণ্ড-১২, পৃষ্ঠা নং-৪০৮।

গ্রন্থপঞ্জি

  • আবুল ফারাজ ইস্ফাহানী, আলী বিন হোসাইন, আল-আগানী, বৈরুত, দারু ইহয়ায়িত্ তুরাসিল আরাবি, ১৪১৫ হিঃ।
  • বালাজুরী, আহমাদ বিন ইয়াহয়া, আনসাবুল আশরাফ (৩য় খণ্ড), তাহকিক মুহাম্মাদ বাকের মাহমুদী, বৈরুত, দারুত্ তায়ারুফী লিল মাতবুয়াত, ১৩৯৭ হিঃ।
  • যুজাজ, আব্দুর রহমান বিন কাসেম, ‘আল-আমালী ফিল মুশকিলাতিল কুরআনিয়াহ ওয়াল হুকম ওয়াল আহাদিসিন নাবাভিয়াহ’ শারহ আহমাদ বিন আমিন, মিশর, আল-মাকতাবাতুল মাহমুদিয়্যাতু আত্-তিজারিয়্যাহ, দ্বিতীয় প্রকাশ, ১৩৫৪ হিঃ।
  • কারশী, বাকের শারিফ, হায়াতুল ইমাম হোসাইন (আ.), দারুল বালাগাহ, (প্রকাশের তারিখ অজ্ঞাত)।