আহলে কিবলা
নিবন্ধটি ‘আহলে কিবলা’ সম্পর্কে, মুসলমানদেরকে তাকফির করা প্রসঙ্গে জানতে পড়ুন ‘কিবলামুখী নামায আদায়কারীদের প্রতি কাফির ফতোয়া’ নিবন্ধটি।
আহলে কিবলা; ঐ সকল মুসলমানদেরকে বোঝায় যারা পবিত্র কা’বাকে নিজেদের কিবলা হিসেবে জানে। মুসলমানদের বিরুদ্ধে তাকফির রোধে এই পরিভাষাটি ব্যবহার করা হয়। অধিকাংশ শিয়া ও সুন্নি আলেমের দৃষ্টিতে আহলে কিবলার জীবন, সম্পদ ও সম্ভ্রম সম্মানিত। আর এ কারণেই তাদের বন্দীদেরকে তাকফির ও হত্যা করা জায়েয নয় এবং তাদের মৃতদের উপর জানাযার নামায আদায় করা ওয়াজিব।
সংজ্ঞা
আহলে কিবলা; ইসলাম ধর্মের সাথে সম্পৃক্ত একটি বিষয়।[১] এ কারণে যে সকল মুসলিম ফির্কাহ পবিত্র কা’বাগৃহকে নিজেদের কিবলা জ্ঞান করে তারা সকলেই আহলে কিবলা।[২] হিজরী চতুর্দশ শতাব্দির বিশিষ্ট শিয়া মুফাসসির মুহাম্মাদ জাওয়াদ মুগনিয়ার মতে, আহলে কিবলা পরিভাষাটি আহলে কুরআন, আহলে শাহাদাতাইন ও মুসলমানের মত একই অর্থের অধিকারী। আর তারা আল্লাহ্ এবং মহানবি (স.) ও তাঁর সুন্নতের প্রতি ঈমান রাখে এবং কিবলা (কা’বা)-এর দিকে মুখ করে নামায আদায় করে।[৩] এছাড়া, আহলে সুন্নতের হানাফি মাযহাবের বিশিষ্ট আলেম মোল্লা আলী ক্বারী, ঐ ব্যক্তিকে ‘আহলে কিবলা’ বলেছেন যে দ্বীনের কোন অপরিহার্য (জারুরিয়্যাত) বিষয়কে অস্বীকার করেনি। এ কারণে আহলে সুন্নতের আলেমদের মতে যদি কেউ ইসলাম ধর্মের অপরিহার্য কোন একটি বিষয় অস্বীকার করে সে আহলে কিবলার অন্তর্ভুক্ত নয়, যেমন- যদি কেউ কিয়ামতের দিন মৃতদের পুনরুত্থানকে অস্বীকার করে; এক্ষেত্রে পুনরুত্থান দিবসকে অস্বীকারকারী ব্যক্তি সারা জীবন ধরে ইবাদতে মগ্ন থাকলেও সে আহলে কিবলা হিসেবে বিবেচিত হবে না।[৪]
ফিকহী বিধান
অধিকাংশ শিয়া ও সুন্নি আলেমের দৃষ্টিতে আহলে কিবলার জীবন, সম্পদ ও সম্ভ্রম সম্মানিত।[৫] এছাড়াও, তাদেরকে তাকফির করা[৬] ও তাদের বন্দীদেরকে হত্যা করা জায়েয নয় [৭] এবং তাদের মৃতদের উপর জানাযার নামায আদায় করা ওয়াজিব।[৮] মোল্লা আলী ক্বারী’র ভাষ্যানুযায়ী আবু হানিফা ও মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফেয়ী আহলে কিবলাকে তাকফির তথা কাফের আখ্যায়িত করতেন না।[৯] তিনি আরও বলেছেন, আহলে সুন্নতের বেশীরভাগ ফকীহই আহলে কিবলাকে তাকফির করতেন না।[১০]
এতদসত্ত্বেও কিছু কিছু মুসলিম ফির্কাহ অপর মুসলিম ফির্কার অনুসারীদেরকে তাকফির করে তাদেরকে হত্যা করাকে বৈধ জ্ঞান করেছেন।[১১] ওয়াহাবিবাদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাব যারা নবী (স.), ফেরেশতাগণ এবং আল্লাহর ওলীদেরকে শাফায়াতকারী ও মহান আল্লাহর নৈকট্য অর্জনের ওয়াসিলা ও মাধ্যম হিসেবে বিবেচনা করে তাদেরকে হত্যা করা ওয়াজিব জ্ঞান করেছেন; তাই তারা যদি তাওহিদে রুবুবী’র আকিদা অধিকারীও হয় থাকে।[১২]
নাসেবি ও খারেজিসহ যারা দ্বীনের অপরিহার্য কোন বিষয় অস্বীকার করেছে তারা কা’বাকে কিবলা হিসেবে মানলেও তাদের বিরুদ্ধে কুফর[১৩] ও তাদের নাজিস (অপবিত্র)[১৪] হওয়ার বিধান জারী হয়েছে।
ফিকহী ব্যবহার
আহলে কিবলা পরিভাষাটি মৃত ব্যক্তি সংশ্লিষ্ট আহকাম [১৫] ও জিহাদ সংশ্লিষ্ট বিধান[১৬] বিষয়ক অধ্যায়ে আলোচিত হয়েছে। বলা হয়েছে যে, উষ্ট্রের (জামালের) যুদ্ধের আগে মুসলমানরা আহলে কিবলার বিরুদ্ধে যুদ্ধ বিষয়ক বিধান সম্পর্কে জানতো না এবং এ সম্পর্কে তারা উষ্ট্রের যুদ্ধে ইমাম আলী (আ.) থেকে জ্ঞান লাভ করেছেন।[১৭]
তথ্যসূত্র
- ↑ নারাকি, রাসায়েল ওয়া মাসায়েল, ১৪২২ হি., খণ্ড ২, পৃ. ৩৩৫।
- ↑ দেহখোদা, লোগাত নামে, যেইলে ওয়াঝে।
- ↑ মুগনিয়া, তাফসীরুল কাশেফ, ১৪২৪ হি., খণ্ড ১, পৃ. ২৩১।
- ↑ কারি, শারহে কিতাব আল-ফিকহুল আকবার, ১৪২৮ হি., পৃ. ২৫৮।
- ↑ রুস্তামি, মামনুইয়্যাতে তাকফিরে আহলে কিবলা আয নেগাহে ফাকীহান ওয়া মুতাকাল্লেমানে তাশাইয়্যু ওয়া তাসান্নুন, পৃ. ৭১।
- ↑ দ্র: কারি, শারহে কিতাব আল-ফিকহুল আকবার, ১৪২৮ হি., পৃ. ২৫৮; তাফতাযানি, শারহুল মাকাসেদ, ১৪০৯ হি., খণ্ড ৫, পৃ. ২২৮।
- ↑ মুন্তাযারি, দিরাসাতু ফি বিলায়াতিল ফাকীহ ওয়া ফিকহ আল-দৌলাতিল ইসলামিয়্যাহ, ১৪০৯ হি., খণ্ড ৩, পৃ. ২৯৬।
- ↑ তুসি, তাহযিবুল আহকাম, ১৪০৭ হি., খণ্ড ৩, পৃ. ৩২৮।
- ↑ কারি, শারহে কিতাব আল-ফিকহুল আকবার, ১৪২৮ হি., পৃ. ২৫৭।
- ↑ কারি, শারহে কিতাব আল-ফিকহুল আকবার, ১৪২৮ হি., পৃ. ২৫৮।
- ↑ রুস্তামি, মামনুইয়্যাতে তাকফিরে আহলে কিবলা আয নেগাহে ফাকীহান ওয়া মুতাকাল্লেমানে তাশাইয়্যু ওয়া তাসান্নুন, পৃ. ৭১।
- ↑ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব, কাশফুশ শুবাহাত, ১৪১৮ হি., পৃ. ৭।
- ↑ নারাকি, রাসায়েল ওয়া মাসায়েল, ১৪২২ হি., খণ্ড ২, পৃ. ৩৩৬।
- ↑ মুহাক্কিক কারাকি, জামেউল মাকাসিদ, ১৪১৪ হি., খণ্ড ১, পৃ. ১৬৪।
- ↑ তুসি, আল-ইস্তেবসার, ১৩৯০ হি., খণ্ড ১, পৃ. ৪৬৮।
- ↑ মুস্তাদরাকু ওয়াসায়েলুশ শিয়া, খণ্ড ১১, পৃ. ৫৫।
- ↑ গবেষকদের একটি দল, জেহাদ দার আইনেয়ে রেওয়ায়েত, ১৪২৮ হি., খণ্ড ১, পৃ. ১৮৮।
গ্রন্থপঞ্জি
- তাফতাযানি, সাইদ উদ্দিন, শারহুল মাকাসিদ, তাহকিক আব্দুর রাহমান উমাইরা, কোম, আল-শরীফ আল-রাযী, ১৪০৯ হি.।
- জামই আয মুহাক্কেকান দার পেঝুহেশগাহে তাহকিকাতে ইসলামি, জিহাদ দার আইনেয়ে রেওয়ায়েত, কোম, ইন্তেশারাতে যামযামে হেদায়াত, ১৪২৮ হি.।
- রুস্তামি, আব্বাস আলী, মামনুইয়্যাতে তাকফিরে আহলে কিবলা আয নেগাহে ফাকীহান ওয়া মুতাকাল্লিমানে তাশাইয়্যু ওয়া তাসান্নুন, পেঝুহেশহায়ে এতেকাদিয়ে কালামি, সংখ্যা ৩০, ১৩৯৭ ফার্সি সনের তাবেস্তান।
- কারি, মোল্লা আলী বিন সুলতান, শারহে কিতাবুল ফিকহ আল-আকবার, আলী মুহাম্মাদ দানদাল, বৈরুত, দারুল কুুতুব আল-ইলমিয়্যাহ মানশুরাতে মুহাম্মাদ আলী বেইযুন, ১৪২৮ হি./২০০৭ খ্রি.।
- তুসি, মুহাম্মাদ বিন হাসান, আল-ইস্তেবসার ফি মা এখতেলাব মিনাল আখবার, তেহরান, দারুল কুতুব আল-ইসলামিয়্যাহ, ১৩৯০ হি.।