আবুল কাসিম (কুনিয়াত)
আবুল কাসিম হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.)-এর কুনিয়াত তথা উপনাম[১]; রাসূলুল্লাহর (স.) পুত্র কাসিম ভূমিষ্ঠ হওয়ার পর তিনি (স.) আবুল কাসিম উপনামে প্রসিদ্ধি লাভ করেন।[২]শেইখ সাদূক (মৃত্যু: ৩৮১ হি.) একটি রেওয়ায়েত উল্লেখপূর্বক এই উপনামকে মহানবি (স.)-এর প্রতি বিশ্বাস ও অবিশ্বাস থেকে উদ্ভূত বলে মনে করেন, যার কারণে মানুষ জান্নাত ও জাহান্নাম দুই দিকে বিভক্ত হয়ে যায়।[৩] এছাড়াও তিনি এই রেওয়ায়েতকে দলিল হিসেবে উপস্থাপন করে উল্লেখ করেন যে, রাসুল (স.) যেহেতু সমগ্র মুসলিম উম্মাহ’র পিতা, সেই হিসেবে তিনি বেহেশত ও দোযখের বন্টনকারী (قَسیمُ النّارِ و الجَنَة)ইমাম আলীরও (আ.) পিতা; আর এজন্যই তাঁকে (স.) আবুল কাসিম বলা হয়।[৪]
জামেউর রুওয়াহ গ্রন্থে মুহাম্মাদ বিন আলী আরদেবিলীর ভাষ্যমতে, এই উপনামটিকে ইমাম সাজ্জাদ (আ.)-এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে।[৫] এছাড়াও ইমাম মাহদী (আ.ফা.)-এর জন্যও কুনিয়াতটি ব্যবহৃত হয়েছে।[৬]হিজরী ১১ শতকের বিশিষ্ট শিয়া রিজাল শাস্ত্রবিদ এনায়াতুল্লাহ কুহপায়ি’র মতে, আবুল কাসিম কুনিয়াতটি মহানবি (স.)-এর চাইতে ইমাম মাহদী (আ.)-এর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়েছে।[৭]
ওয়াসায়েলুশ শিয়া গ্রন্থের প্রণেতা শেখ হুররে আমেলী মনে করেন যে, কোন ব্যক্তির নাম যদি মুহাম্মাদ হয়ে থাকে তবে তার উপনাম আবুল কাসেম রাখা মাকরুহ।[৮] ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্ম নিবন্ধন কার্যালয় কর্তৃক প্রকাশিত তথ্যানুসারে, আবুল কাসিম নামটি ১২৯৭ থেকে ১৩৮০ ফার্সি সন পর্যন্ত সময়ে ইরানে নিবন্ধিত শীর্ষ ১০০ পুরুষ নামের তালিকায় ছিল।
তথ্যসূত্র
- ↑ কুহপায়ী, মাজমাউর রিজাল, ১৩৬৪ ফার্সি সন, খণ্ড ৭, পৃ. ১৯৩।
- ↑ মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৩ হি., খণ্ড ১৬, পৃ. ১০৭।
- ↑ শেইখ সাদূক, মাআনিউল আখবার, ১৪০৩ হি., পৃ. ৫২।
- ↑ শেইখ সাদূক, মাআনিউল আখবার, ১৪০৩ হি., পৃ. ৫২।
- ↑ আরদেবিলী, জামেউর রুওয়াহ, ১৪০৩ হি., খণ্ড ২, পৃ. ৪৬২।
- ↑ নূরী, নাজমুস সাকিব, ১৩৮৪ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৮৯।
- ↑ কুহপায়ী, মাজমাউর রিজাল, ১৩৬৪ ফার্সি সন, খণ্ড ৭, পৃ. ১৯৩।
- ↑ হুররে আমেলী, ওয়াসায়েলুশ শিয়া, ১৪০৯ হি., খণ্ড ২১, পৃ. ৩৯৯-৪০০।
গ্রন্থপঞ্জি
- আরদেবিলী, মুহাম্মাদ বিন আলী, জামেউর রুওয়াহ ওয়া ইযাহাতুল ইশতেবাহাত আনিত তারকি ওয়াল আসনাদ, বৈরুত, দারুল আযওয়া, প্রথম সংস্করণ, ১৪০৩ হি.।
- হুররে আমেলী, মুহাম্মাদ বিন হাসান, তাফসীলু ওয়াসায়েলুশ শিয়া ইলা তাহসিলি মাসায়েলুশ শারীয়্যাহ, কোম, মুআসসাসাতু আলিল বাইত আলাইহিমুস সালাম, প্রথম সংস্করণ, ১৪০৯ হি.।
- শেইখ সাদূক, মাআনিউল আখবার, কোম, দাফতারে নাশরে ইসলামি (জামেয়ে মুদারেরসীন), ১৪০৩ হি.।
- কুহপায়ী, এনায়াতুল্লাহ, মাজমাউর রিজাল, কোম, ইসমাঈলিয়ান, দ্বিতীয় সংস্করণ, ১৩৬৪ ফার্সি সন।
- মাজলিসী, মুহাম্মাদ বাকের বিন মুহাম্মাদ তাক্বী, বিহারুল আনওয়ার আল-জামেয়াতু লি দুরারি আখবারিল আইম্মাতিল আতহার (আ.), বৈরুত, দারু ইহিয়ায়িত তুরাসিল আরাবি, দ্বিতীয় সংস্করণ, ১৪০৩ হি.।
- নূরী, হুসাইন, নাজমুস সাকিব দার আহওয়ালে ইমামে গায়েব আলাইহিস সালাম, কোম, মসজিদে মুকাদ্দাসে জামকারান, ১৩৮৪ ফার্সি সন।