আবুল কাসিম (কুনিয়াত)

wikishia থেকে

আবুল কাসিম হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.)-এর কুনিয়াত তথা উপনাম[১]; রাসূলুল্লাহর (স.) পুত্র কাসিম ভূমিষ্ঠ হওয়ার পর তিনি (স.) আবুল কাসিম উপনামে প্রসিদ্ধি লাভ করেন।[২]শেইখ সাদূক (মৃত্যু: ৩৮১ হি.) একটি রেওয়ায়েত উল্লেখপূর্বক এই উপনামকে মহানবি (স.)-এর প্রতি বিশ্বাস ও অবিশ্বাস থেকে উদ্ভূত বলে মনে করেন, যার কারণে মানুষ জান্নাত ও জাহান্নাম দুই দিকে বিভক্ত হয়ে যায়।[৩] এছাড়াও তিনি এই রেওয়ায়েতকে দলিল হিসেবে উপস্থাপন করে উল্লেখ করেন যে, রাসুল (স.) যেহেতু সমগ্র মুসলিম উম্মাহ’র পিতা, সেই হিসেবে তিনি বেহেশতদোযখের বন্টনকারী (قَسیمُ النّارِ و الجَنَة)ইমাম আলীরও (আ.) পিতা; আর এজন্যই তাঁকে (স.) আবুল কাসিম বলা হয়।[৪]

জামেউর রুওয়াহ গ্রন্থে মুহাম্মাদ বিন আলী আরদেবিলীর ভাষ্যমতে, এই উপনামটিকে ইমাম সাজ্জাদ (আ.)-এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে।[৫] এছাড়াও ইমাম মাহদী (আ.ফা.)-এর জন্যও কুনিয়াতটি ব্যবহৃত হয়েছে।[৬]হিজরী ১১ শতকের বিশিষ্ট শিয়া রিজাল শাস্ত্রবিদ এনায়াতুল্লাহ কুহপায়ি’র মতে, আবুল কাসিম কুনিয়াতটি মহানবি (স.)-এর চাইতে ইমাম মাহদী (আ.)-এর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়েছে।[৭]

ওয়াসায়েলুশ শিয়া গ্রন্থের প্রণেতা শেখ হুররে আমেলী মনে করেন যে, কোন ব্যক্তির নাম যদি মুহাম্মাদ হয়ে থাকে তবে তার উপনাম আবুল কাসেম রাখা মাকরুহ[৮] ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্ম নিবন্ধন কার্যালয় কর্তৃক প্রকাশিত তথ্যানুসারে, আবুল কাসিম নামটি ১২৯৭ থেকে ১৩৮০ ফার্সি সন পর্যন্ত সময়ে ইরানে নিবন্ধিত শীর্ষ ১০০ পুরুষ নামের তালিকায় ছিল।

তথ্যসূত্র

  1. কুহপায়ী, মাজমাউর রিজাল, ১৩৬৪ ফার্সি সন, খণ্ড ৭, পৃ. ১৯৩।
  2. মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৩ হি., খণ্ড ১৬, পৃ. ১০৭।
  3. শেইখ সাদূক, মাআনিউল আখবার, ১৪০৩ হি., পৃ. ৫২।
  4. শেইখ সাদূক, মাআনিউল আখবার, ১৪০৩ হি., পৃ. ৫২।
  5. আরদেবিলী, জামেউর রুওয়াহ, ১৪০৩ হি., খণ্ড ২, পৃ. ৪৬২।
  6. নূরী, নাজমুস সাকিব, ১৩৮৪ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৮৯।
  7. কুহপায়ী, মাজমাউর রিজাল, ১৩৬৪ ফার্সি সন, খণ্ড ৭, পৃ. ১৯৩।
  8. হুররে আমেলী, ওয়াসায়েলুশ শিয়া, ১৪০৯ হি., খণ্ড ২১, পৃ. ৩৯৯-৪০০।

গ্রন্থপঞ্জি

  • আরদেবিলী, মুহাম্মাদ বিন আলী, জামেউর রুওয়াহ ওয়া ইযাহাতুল ইশতেবাহাত আনিত তারকি ওয়াল আসনাদ, বৈরুত, দারুল আযওয়া, প্রথম সংস্করণ, ১৪০৩ হি.।
  • হুররে আমেলী, মুহাম্মাদ বিন হাসান, তাফসীলু ওয়াসায়েলুশ শিয়া ইলা তাহসিলি মাসায়েলুশ শারীয়্যাহ, কোম, মুআসসাসাতু আলিল বাইত আলাইহিমুস সালাম, প্রথম সংস্করণ, ১৪০৯ হি.।
  • শেইখ সাদূক, মাআনিউল আখবার, কোম, দাফতারে নাশরে ইসলামি (জামেয়ে মুদারেরসীন), ১৪০৩ হি.।
  • কুহপায়ী, এনায়াতুল্লাহ, মাজমাউর রিজাল, কোম, ইসমাঈলিয়ান, দ্বিতীয় সংস্করণ, ১৩৬৪ ফার্সি সন।
  • মাজলিসী, মুহাম্মাদ বাকের বিন মুহাম্মাদ তাক্বী, বিহারুল আনওয়ার আল-জামেয়াতু লি দুরারি আখবারিল আইম্মাতিল আতহার (আ.), বৈরুত, দারু ইহিয়ায়িত তুরাসিল আরাবি, দ্বিতীয় সংস্করণ, ১৪০৩ হি.।
  • নূরী, হুসাইন, নাজমুস সাকিব দার আহওয়ালে ইমামে গায়েব আলাইহিস সালাম, কোম, মসজিদে মুকাদ্দাসে জামকারান, ১৩৮৪ ফার্সি সন।