সাবরা ও শাতিলা গণহত্যা
![]() সাবরা ও শাতিলা গণহত্যার স্মরণে লেবাননে একটি দেয়াল লিখন | |
ঘটনার বিবরণ | ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক হামলা |
---|---|
সময়কাল | ১৬-১৮ সেপ্টেম্বর, ১৯৮২ (ঈসায়ী) |
শাসনকাল | ইসরায়েলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন |
স্থান | বৈরুত |
কারণ | লেবাননের নির্বাচিত রাষ্ট্রপতি এবং ইহুদিবাদী সরকারের মিত্র বশির গেমায়েলকে বৈরুতে হত্যার প্রতিশোধের অজুহাতে |
উদ্দেশ্য | প্যালেস্টাইন মুক্তি সংস্থা (PLO) দমন করা |
ধ্বংসকারী | জায়নিস্ট সৈন্য এবং ফালাঞ্জ মিলিশিয়া |
ক্ষয়ক্ষতি | ৩,০০০-৩,৫০০ ফিলিস্তিনি নিহত হয় |
প্রতিক্রিয়া | কিছু পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক মিডিয়াকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে |
সাবরা ও শাতিলা গণহত্যা (আরবি: مجزرة صبرا وشاتيلا); বৈরুতের পশ্চিমে সাবরা ও শাতিলায় ইসরায়েলি সৈন্য এবং ফালাঞ্জ নামে পরিচিত লেবাননের মিলিশিয়াদের দ্বারা ফিলিস্তিনি শরণার্থীদের গণহত্যার ঘটনাটি ১৬-১৮ সেপ্টেম্বর, ১৯৮২ সালে সংঘটিত হয়েছিল।[১] এই ঘটনায়, সাবরা এবং শাতিলা শিবির, যেখানে ফিলিস্তিনি শরণার্থীরা আশ্রয় নিয়েছিল, জায়নিস্ট সৈন্যরা অবরোধ করে এবং ফালাঞ্জ মিলিশিয়ার সহযোগিতায় ৪৩ ঘন্টা ধরে ফিলিস্তিনিদের উপর ব্যাপক গণহত্যা চালায়।[২] নারী, পুরুষ এবং শিশুসহ এই গণহত্যায় নিহতদের সংখ্যা ৩,০০০-৩,৫০০ বলে জানা গেছে।[৩]
লেবাননের নির্বাচিত রাষ্ট্রপতি এবং ইহুদিবাদী সরকারের মিত্র বশির গেমায়েলকে বৈরুতে হত্যার পর,[৪] ইসরায়েল এই হত্যাকাণ্ডের জন্য ফিলিস্তিনিদের দায়ী করে এবং প্রতিশোধের অজুহাতে ফালাঞ্জ মিলিশিয়ার সহযোগিতায় এই শিবিরগুলিতে গণহত্যা চালায়।[৫]
তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছিল এবং তখন থেকে সে " সাবরা ও শাতিলের কসাই" নামে পরিচিত।[৬] বলা হয় যে, এই আক্রমণের লক্ষ্য ছিল সেখানে অবস্থিত প্যালেস্টাইন মুক্তি সংস্থা (PLO) দমন করা।[৭]
সাবরা এবং শাতিলা ট্র্যাজেডি নৃশংস সহিংসতার প্রতীক হয়ে ওঠে যা বিশ্ব জনমতকে ইসরায়েলের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে[৮] এবং কিছু পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক মিডিয়াকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে। বেলজিয়ামের একটি আদালতে শ্যারনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল; কিন্তু ইহুদিবাদী লবির প্রভাবের কারণে কার্যকর কোনও বিচার হয়নি।[৯]
সাবরা ও শাতিলা গণহত্যা ফিলিস্তিনি ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলির মধ্যে একটি এবং ফিলিস্তিনিরা প্রতি বছর লেবানন ও ফিলিস্তিনে এটি স্মরণ করে।[১০]
সম্পর্কিত নিবন্ধ
তথ্যসূত্র
- ↑ সালেহ, ফিলিস্তিন, ২০০২ (ঈসায়ী), পৃ: ৮০ ও হাযরাতি, খুরশিদ দার সায়েহ, ১৩৯৭ (ফার্সি সন), পৃ: ৮৯।
- ↑ রোজশোমারে তারিখ, ১৩৯০ (ফার্সি সন), পৃ: ২৭৬১।
- ↑ and Shatila massacre survivors: 'It can’t be unseen', মিডিলইস্ট, ২০২২ (ঈসায়ী),
- ↑ At war for decades, Lebanon and Israel edge towards a rare deal, মিডিলইস্ট, ২০২২ (ঈসায়ী)।
- ↑ صبرا و شتیلا», তারিখে ইরানি, ২০১৪ (ঈসায়ী),
- ↑ ফাজেয়ে সাবরা ও শাতিলা;নাঙ্গে আবাদি বারায়ে সাহয়ুনিস্তহা, ১৩৮২ (ফার্সি সন), পৃ: ২০৯।
- ↑ قتل عام صبرا و شتیلا؛ مروری بر جنایات رژیم صهیونیستی علیه فلسطینیان, মিযান সংবাদসংস্থা।
- ↑ ফাজেয়ে সাবরা ও শাতিলা;নাঙ্গে আবাদি বারায়ে সাহয়ুনিস্তহা, ১৩৮২ (ফার্সি সন), পৃ: ২১০।
- ↑ سال از کشتار صبرا و شتیلا گذشت», আনাতুলি সংবাদসংস্থা।
- ↑ and Shatila massacre: What happened in Lebanon in 1982?, আল-জাযিরা।
গ্রন্থপঞ্জি
- تاریخی در قلب فلسطین کشتار صبرا و شتیلا چگونه رخ داد؟, ১৭/১০/২০২৪ (ঈসায়ী),
- سال از کشتار صبرا و شتیلا گذشت», আনাতুলি সংবাদসংস্থা, ১৬/৯/২০২২ (ঈসায়ী),
- হাযরাতি, ইলাহেহ, খুরশিদ দার সায়েহ, যেন্দেগিনামা ওয়া খাতেরাতে শাহিদ ইমাদ মুগনিয়েহ, তেহরান, নাশরে সার্ভ, ১৩৯৭ (ফার্সি সন),
- রোজশোমারে তারিখ, ওয়াহেদে তাহকিকাতে মারকাযে তাহকিকাতে রায়ানেয়ী কায়েমেয়ে ইস্পাহান, ইস্পাহান, ১৩৯০ (ফার্সি সন),
- قتل عام صبرا و شتیلا؛ مروری بر جنایات رژیم صهیونیستی علیه فلسطینیان, মিযান সংবাদসংস্থা, ১৭/৯/২০২৩ (ঈসায়ী),
- সালেহ, মুহসেন মুহাম্মাদ, ফিলিস্তিন, কুয়ালালামপুর...২০০২ (ঈসায়ী),
- ফাজেয়ে সাবরা ও শাতিলা;নাঙ্গে আবাদি বারায়ে সাহয়ুনিস্তহা, মুবাল্লেগানে আযার ১৩৮২ (ফার্সি সন), সংখ্যা-৪৭,
- صبرا و شتیلا», তারিখে ইরানি, ২০/৯/২০১৪ (ঈসায়ী),
- and Shatila massacre survivors: 'It can’t be unseen', ১৬/৯/২০২২ (ঈসায়ী),
- and Shatila massacre: What happened in Lebanon in 1982?, ১৬/৯/২০২২ (ঈসায়ী),
- At war for decades, Lebanon and Israel edge towards a rare deal, ১০/১১/২০২২ (ঈসায়ী)।