বিষয়বস্তুতে চলুন

সাবরা ও শাতিলা গণহত্যা

wikishia থেকে
সাবরা ও শাতিলা গণহত্যা
সাবরা ও শাতিলা গণহত্যার স্মরণে লেবাননে একটি দেয়াল লিখন
সাবরা ও শাতিলা গণহত্যার স্মরণে লেবাননে একটি দেয়াল লিখন
ঘটনার বিবরণফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক হামলা
সময়কাল১৬-১৮ সেপ্টেম্বর, ১৯৮২ (ঈসায়ী)
শাসনকালইসরায়েলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন
স্থানবৈরুত
কারণলেবাননের নির্বাচিত রাষ্ট্রপতি এবং ইহুদিবাদী সরকারের মিত্র বশির গেমায়েলকে বৈরুতে হত্যার প্রতিশোধের অজুহাতে
উদ্দেশ্যপ্যালেস্টাইন মুক্তি সংস্থা (PLO) দমন করা
ধ্বংসকারীজায়নিস্ট সৈন্য এবং ফালাঞ্জ মিলিশিয়া
ক্ষয়ক্ষতি৩,০০০-৩,৫০০ ফিলিস্তিনি নিহত হয়
প্রতিক্রিয়াকিছু পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক মিডিয়াকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে


সাবরা ও শাতিলা গণহত্যা (আরবি: مجزرة صبرا وشاتيلا); বৈরুতের পশ্চিমে সাবরা ও শাতিলায় ইসরায়েলি সৈন্য এবং ফালাঞ্জ নামে পরিচিত লেবাননের মিলিশিয়াদের দ্বারা ফিলিস্তিনি শরণার্থীদের গণহত্যার ঘটনাটি ১৬-১৮ সেপ্টেম্বর, ১৯৮২ সালে সংঘটিত হয়েছিল।[] এই ঘটনায়, সাবরা এবং শাতিলা শিবির, যেখানে ফিলিস্তিনি শরণার্থীরা আশ্রয় নিয়েছিল, জায়নিস্ট সৈন্যরা অবরোধ করে এবং ফালাঞ্জ মিলিশিয়ার সহযোগিতায় ৪৩ ঘন্টা ধরে ফিলিস্তিনিদের উপর ব্যাপক গণহত্যা চালায়।[] নারী, পুরুষ এবং শিশুসহ এই গণহত্যায় নিহতদের সংখ্যা ৩,০০০-৩,৫০০ বলে জানা গেছে।[]

লেবাননের নির্বাচিত রাষ্ট্রপতি এবং ইহুদিবাদী সরকারের মিত্র বশির গেমায়েলকে বৈরুতে হত্যার পর,[] ইসরায়েল এই হত্যাকাণ্ডের জন্য ফিলিস্তিনিদের দায়ী করে এবং প্রতিশোধের অজুহাতে ফালাঞ্জ মিলিশিয়ার সহযোগিতায় এই শিবিরগুলিতে গণহত্যা চালায়।[]

তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছিল এবং তখন থেকে সে " সাবরা ও শাতিলের কসাই" নামে পরিচিত।[] বলা হয় যে, এই আক্রমণের লক্ষ্য ছিল সেখানে অবস্থিত প্যালেস্টাইন মুক্তি সংস্থা (PLO) দমন করা।[]

সাবরা এবং শাতিলা ট্র্যাজেডি নৃশংস সহিংসতার প্রতীক হয়ে ওঠে যা বিশ্ব জনমতকে ইসরায়েলের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে[] এবং কিছু পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক মিডিয়াকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে। বেলজিয়ামের একটি আদালতে শ্যারনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল; কিন্তু ইহুদিবাদী লবির প্রভাবের কারণে কার্যকর কোনও বিচার হয়নি।[]

সাবরা ও শাতিলা গণহত্যা ফিলিস্তিনি ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলির মধ্যে একটি এবং ফিলিস্তিনিরা প্রতি বছর লেবানন ও ফিলিস্তিনে এটি স্মরণ করে।[১০]

সম্পর্কিত নিবন্ধ

তথ্যসূত্র

  1. সালেহ, ফিলিস্তিন, ২০০২ (ঈসায়ী), পৃ: ৮০ ও হাযরাতি, খুরশিদ দার সায়েহ, ১৩৯৭ (ফার্সি সন), পৃ: ৮৯।
  2. রোজশোমারে তারিখ, ১৩৯০ (ফার্সি সন), পৃ: ২৭৬১।
  3. and Shatila massacre survivors: 'It can’t be unseen', মিডিলইস্ট, ২০২২ (ঈসায়ী),
  4. At war for decades, Lebanon and Israel edge towards a rare deal, মিডিলইস্ট, ২০২২ (ঈসায়ী)।
  5. صبرا و شتیلا», তারিখে ইরানি, ২০১৪ (ঈসায়ী),
  6. ফাজেয়ে সাবরা ও শাতিলা;নাঙ্গে আবাদি বারায়ে সাহয়ুনিস্তহা, ১৩৮২ (ফার্সি সন), পৃ: ২০৯।
  7. قتل عام صبرا و شتیلا؛ مروری بر جنایات رژیم صهیونیستی علیه فلسطینیان, মিযান সংবাদসংস্থা।
  8. ফাজেয়ে সাবরা ও শাতিলা;নাঙ্গে আবাদি বারায়ে সাহয়ুনিস্তহা, ১৩৮২ (ফার্সি সন), পৃ: ২১০।
  9. سال از کشتار صبرا و شتیلا گذشت», আনাতুলি সংবাদসংস্থা।
  10. and Shatila massacre: What happened in Lebanon in 1982?, আল-জাযিরা।

গ্রন্থপঞ্জি