বিষয়বস্তুতে চলুন

সত্য গোপন করা

wikishia থেকে

সত্য গোপন করা (کتمان حق); মানুষকে সত্যে উপনীত করে এমন কিছু লুকানো। [] গবেষকদের ভাষ্যমতে, পবিত্র কুরআনে ‘কিতমান’ তথা কোন কিছু গোপন করা ও লুকানো প্রসঙ্গে ২০টি আয়াতে উল্লিখিত হয়েছে।[] এ সকল আয়াতে সত্য গোপন করা’র দৃষ্টান্ত হিসেবে প্রকৃত ধর্মীয় শিক্ষা গোপন করা, সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকা, ঈমান গোপন করা, অন্যের গোপন কথা লুকানো এবং আল্লাহর নি’মাত ও অনুগ্রহসমূহকে গোপন করার প্রতি ইঙ্গিত করা হয়েছে।[] তাফসিরে রৌশান-এ হাসান মুস্তাফাভি, কুরআনি পরিভাষায় ‘কিতমানে হক’কে প্রকৃত ধর্মীয় শিক্ষা গোপন করা এবং আকিদা-বিশ্বাসকে গোপন করা অর্থে তাফসির করেছেন।[] পবিত্র কুরআনে কিতমানের আয়াতসহ অন্যান্য আয়াতে -যেমন, সূরা বাকারাহ’র ৪২১৪৬নং আয়াত এবং সূরা আলে ইমরানের ৭১নং আয়াতে কিতমানে হকে’র কথা উল্লিখিত হয়েছে। []

বিভিন্ন শিয়া তাফসিরের ভিত্তিতে প্রকৃত ধর্মীয় শিক্ষা গোপনকারী দলটি হলো আহলে কিতাবের আলেমগণ;[] কুরআন তাদের স্থানকে অত্যন্ত নীচু (ও অপমানজনক) বলে ঘোষণা করে তাদেরকে তিরস্কার ও নিন্দা করেছে এবং তাদের উপর লানত দিয়েছে।[] একইভাবে কিছু কিছু মুফাসসিরের মতে, যে সকল ক্ষেত্রে সত্য ও বাস্তবতা সম্পর্কে অবগতি লাভ অত্যন্ত জরুরি সেসকল ক্ষেত্রে নিরব থাকা ‘কিতমানে হক’ তথা সত্য গোপন করার অন্তর্ভুক্ত।[]

পবিত্র কুরআনে সূরা মায়িদাহ’র ‌১০৬সূরা বাকারাহ’র ২৮৩নং আয়াতে সাক্ষ্য গোপন করা,[] সূরা গাফিরের ২৮নং আয়াতে ঈমান গোপন করা,[১০] সূরা বাকারাহ’র ২২৮নং আয়াতে যা কিছু তাদের গর্ভে রয়েছে তা গোপন করা,[১১] এবং সূরা নিসার ৩৭নং আয়াতে মহান আল্লাহর নি’মাত ও অনুগ্রহসমূহকে গোপন করার প্রতি ইঙ্গিত করা হয়েছে।[১২]

গবেষকদের মতে, স্বয়ং ‘কিতমান’ কোন শরয়ী বা আখলাকি বিধানের অধিকারী নয় এবং এর দৃষ্টান্তের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিধান প্রযোজ্য হয়।[১৩] উদাহরণ স্বরূপ মানুষের গোপন কথা ও ত্রুটি লুকানো এবং জীবন রক্ষার্থে অথবা ক্ষতি থেকে সুরক্ষিত ঈমান গোপন করা (তাকিয়্যাহ) নৈতিক দৃষ্টিকোণ থেকে প্রশংসিত,[১৪] আর ফিকহী দৃষ্টিকোণ থেকে ওয়াজিব অথবা মুস্তাহাব সাব্যস্ত করা হয়েছে।[১৫] এর বিপরীতে সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকা (কিতমানে শাহাদাত) আখলাকি দৃষ্টিকোণ থেকে নিন্দনীয়[১৬] এবং শরিয়তের দৃষ্টিকোণ থেকে হারাম জ্ঞান করা হয়েছে।[১৭]

তথ্যসূত্র

  1. রেযায়ি, ইস্পাহানি, তাফসিরে কুরআন মেহের, ১৩৮৭ ফার্সি সন, খণ্ড ২, পৃ. ৫৯।
  2. মুয়ায্যেনি, "কিতমানে হক"।
  3. হাদি, "কিতমানে মামদুহ ওয়া মাযমুম (মা’ইয়ারহা ওয়া চালেশহা)", পৃ. ১২৬; বেইগি, জামাল, "জুরমেঙ্গারিয়ে কিতমানে শাহাদাত ওয়া চালেশহায়ে অন দার হুকুকে ইরান", পৃ. ১৫১-১৫২।
  4. মুস্তাফাভি, তাফসিরে রৌশান, ১৩৮০ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ২৬৮।
  5. বেইগি, জামাল, "জুরমেঙ্গারিয়ে কিতমানে শাহাদাত ওয়া চালেশহায়ে অন দার হুকুকে ইরান", পৃ. ১৫০।
  6. তাবারসি, মাজমাউল বায়ান, ১৩৭২ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৪২।
  7. মুয়ায্যেনি, "কিতমানে হক"।
  8. মাকারেম শিরাযি, তাফসিরে নেমুনেহ, ১৩৭১ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৫৫০।
  9. বেইগি, জামাল, "জুরমেঙ্গারিয়ে কিতমানে শাহাদাত ওয়া চালেশহায়ে অন দার হুকুকে ইরান", পৃ. ১৫১।
  10. মুয়ায্যেনি, "কিতমানে হক"।
  11. রিশেয়াবিয়ে মাদ্দে কাফ-তে-মিম, "তানযিল ওয়েবসাইট"।
  12. রিশেয়াবিয়ে মাদ্দে কাফ-তে-মিম, "তানযিল ওয়েবসাইট"।
  13. হাদি, "কিতমানে মামদুহ ওয়া মাযমুম (মা’ইয়ারহা ওয়া চালেশহা)", পৃ. ১২৬।
  14. হাদি, "কিতমানে মামদুহ ওয়া মাযমুম (মা’ইয়ারহা ওয়া চালেশহা)", পৃ. ১২৬।
  15. তায়্যেব, আতয়াবুল বায়ান, ১৩৬৯ ফার্সি সন, খণ্ড ২, পৃ. ২৬৬; শহীদ আওয়াল, আল-কাওয়ায়েদ ওয়াল ফাওয়ায়েদ, মাক্তাবাতুল মুফিদ, খণ্ড ২, পৃ. ১৫৭; মুআসসেসেয়ে দায়েরাতুল মাআরেফ ফিকহে ইসলামি বার মাযহাবে আহলে বাইত (আ.), ফারহাঙ্গে ফিকহ মুতাবেকে মাযহাবে আহলে বাইত (আ.), ১৪২৬ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৫৯১।
  16. হাদি, "কিতমানে মামদুহ ওয়া মাযমুম (মা’ইয়ারহা ওয়া চালেশহা)", পৃ. ১৩৮।
  17. শহীদ সানি, মাসালেকুল আফহাম, ১৪১৩ হি., খণ্ড ১৪, পৃ. ২৬৩।

গ্রন্থপঞ্জি

  • বেইগি, জামাল, "জুরমেঙ্গারিয়ে কিতমানে শাহাদাত ওয়া চালেশহায়ে অন দার হুকুকে ইরান", দো-ফাসল নামেয়ে আমুযেহায়ে, হুকুকে কেইফারি, সংখ্যা ১৪, ১৩৯৬ ফার্সি সন।
  • রেযায়ি ইস্পাহানি, মুহাম্মাদ আলী, তাফসিরে মেহের, কোম, পেঝুহেশহায়ে তাফসির ওয়া উলুমে কুরআন, প্রথম সংস্করণ, ১৩৭৮ ফার্সি সন।
  • রিশেয়াবীয়ে মাদ্দেয়ে কাফ-তে-মিম, "তানযিল ওয়েবসাইট", পরিদর্শনের তারিখ: ১৪০২ ফার্সি সনের ৯ আবান।
  • মুআসসেসেয়ে দায়েরাতুল মাআরেফ ফিকহে ইসলামি বার মাযহাবে আহলে বাইত (আ.), কোম, মুআসসেসেয়ে দায়েরাতুল মাআরেফ ফিকহে ইসলামি বা মাযহাবে আহলে বাইত (আ.) প্রথম সংস্করণ, ১৪২৬ হি.।
  • তাইয়্যেব, আব্দুল হুসাইন, আতয়াবুল বায়ান ফি তাফসিরিল কুরআন, তেহরান, নাশরে ইসলাম, দ্বিতীয় সংস্করণ, ১৩৬৯ ফার্সি সন।
  • শহীদ আওয়াল, মুহাম্মাদ, আল-কাওয়ায়েদ ওয়াল ফাওয়ায়েদ, কোম, মাক্তাবাতুল মুফিদ, প্রথম সংস্করণ, ১৪০০ হি.।
  • শহীদ সানি, যাইনুদ্দিন বিন আলী, মাসালেকুল আফহাম ইলা তানকীহ শারায়ে’ আল-ইসলাম, মুআসসাসাতুল মাআরেফ আল-ইসলামিয়্যাহ, কোম, প্রথম সংস্করণ, ১৪১৩ হি.।
  • তাবারসি, ফাযল বিন হাসান, মাজমাউল বায়ান ফি তাফসিরিল কুরআন, তেহরান, নাশরে নাসের খসরু, তৃতীয় সংস্করণ, ১৩৭২ ফার্সি সন।
  • মুস্তাফাভি, হাসান, তাফসিরে রৌশান, তেহরান, মারকাযে নাশরে কিতাব, প্রথম সংস্করণ, ১৩৮০ ফার্সি সন।
  • মাকারেম শিরাযি, নাসের, তাফসিরে নেমুনেহ, তেহরান, দারুল কুতুবুল ইসলামিয়্যাহ, প্রথম সংস্করণ, ১৩৭১ ফার্সি সন।
  • মুয়ায্যেনি, মুহাম্মাদ, "কিতমানে হক" বাংকে মাকালাতে উলুমে ইনসানি পেঝুহে, ১৩৯৩ ফার্সি সন।
  • হাদি, আসগার, "কিতমানে মামদুহ ওয়া মাযমুম (মা’ইয়ারহা ওয়া চালেশহা)", ফাসলনামেয়ে আখলাক, অষ্টম বৎসর, সংখ্যা ৩০, ১৩৯৭ ফার্সি সনের তাবেস্তান।