সত্য গোপন করা
সত্য গোপন করা (کتمان حق); মানুষকে সত্যে উপনীত করে এমন কিছু লুকানো। [১] গবেষকদের ভাষ্যমতে, পবিত্র কুরআনে ‘কিতমান’ তথা কোন কিছু গোপন করা ও লুকানো প্রসঙ্গে ২০টি আয়াতে উল্লিখিত হয়েছে।[২] এ সকল আয়াতে সত্য গোপন করা’র দৃষ্টান্ত হিসেবে প্রকৃত ধর্মীয় শিক্ষা গোপন করা, সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকা, ঈমান গোপন করা, অন্যের গোপন কথা লুকানো এবং আল্লাহর নি’মাত ও অনুগ্রহসমূহকে গোপন করার প্রতি ইঙ্গিত করা হয়েছে।[৩] তাফসিরে রৌশান-এ হাসান মুস্তাফাভি, কুরআনি পরিভাষায় ‘কিতমানে হক’কে প্রকৃত ধর্মীয় শিক্ষা গোপন করা এবং আকিদা-বিশ্বাসকে গোপন করা অর্থে তাফসির করেছেন।[৪] পবিত্র কুরআনে কিতমানের আয়াতসহ অন্যান্য আয়াতে -যেমন, সূরা বাকারাহ’র ৪২ ও ১৪৬নং আয়াত এবং সূরা আলে ইমরানের ৭১নং আয়াতে কিতমানে হকে’র কথা উল্লিখিত হয়েছে। [৫]
বিভিন্ন শিয়া তাফসিরের ভিত্তিতে প্রকৃত ধর্মীয় শিক্ষা গোপনকারী দলটি হলো আহলে কিতাবের আলেমগণ;[৬] কুরআন তাদের স্থানকে অত্যন্ত নীচু (ও অপমানজনক) বলে ঘোষণা করে তাদেরকে তিরস্কার ও নিন্দা করেছে এবং তাদের উপর লানত দিয়েছে।[৭] একইভাবে কিছু কিছু মুফাসসিরের মতে, যে সকল ক্ষেত্রে সত্য ও বাস্তবতা সম্পর্কে অবগতি লাভ অত্যন্ত জরুরি সেসকল ক্ষেত্রে নিরব থাকা ‘কিতমানে হক’ তথা সত্য গোপন করার অন্তর্ভুক্ত।[৮]
পবিত্র কুরআনে সূরা মায়িদাহ’র ১০৬ ও সূরা বাকারাহ’র ২৮৩নং আয়াতে সাক্ষ্য গোপন করা,[৯] সূরা গাফিরের ২৮নং আয়াতে ঈমান গোপন করা,[১০] সূরা বাকারাহ’র ২২৮নং আয়াতে যা কিছু তাদের গর্ভে রয়েছে তা গোপন করা,[১১] এবং সূরা নিসার ৩৭নং আয়াতে মহান আল্লাহর নি’মাত ও অনুগ্রহসমূহকে গোপন করার প্রতি ইঙ্গিত করা হয়েছে।[১২]
গবেষকদের মতে, স্বয়ং ‘কিতমান’ কোন শরয়ী বা আখলাকি বিধানের অধিকারী নয় এবং এর দৃষ্টান্তের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিধান প্রযোজ্য হয়।[১৩] উদাহরণ স্বরূপ মানুষের গোপন কথা ও ত্রুটি লুকানো এবং জীবন রক্ষার্থে অথবা ক্ষতি থেকে সুরক্ষিত ঈমান গোপন করা (তাকিয়্যাহ) নৈতিক দৃষ্টিকোণ থেকে প্রশংসিত,[১৪] আর ফিকহী দৃষ্টিকোণ থেকে ওয়াজিব অথবা মুস্তাহাব সাব্যস্ত করা হয়েছে।[১৫] এর বিপরীতে সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকা (কিতমানে শাহাদাত) আখলাকি দৃষ্টিকোণ থেকে নিন্দনীয়[১৬] এবং শরিয়তের দৃষ্টিকোণ থেকে হারাম জ্ঞান করা হয়েছে।[১৭]
তথ্যসূত্র
- ↑ রেযায়ি, ইস্পাহানি, তাফসিরে কুরআন মেহের, ১৩৮৭ ফার্সি সন, খণ্ড ২, পৃ. ৫৯।
- ↑ মুয়ায্যেনি, "কিতমানে হক"।
- ↑ হাদি, "কিতমানে মামদুহ ওয়া মাযমুম (মা’ইয়ারহা ওয়া চালেশহা)", পৃ. ১২৬; বেইগি, জামাল, "জুরমেঙ্গারিয়ে কিতমানে শাহাদাত ওয়া চালেশহায়ে অন দার হুকুকে ইরান", পৃ. ১৫১-১৫২।
- ↑ মুস্তাফাভি, তাফসিরে রৌশান, ১৩৮০ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ২৬৮।
- ↑ বেইগি, জামাল, "জুরমেঙ্গারিয়ে কিতমানে শাহাদাত ওয়া চালেশহায়ে অন দার হুকুকে ইরান", পৃ. ১৫০।
- ↑ তাবারসি, মাজমাউল বায়ান, ১৩৭২ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৪২।
- ↑ মুয়ায্যেনি, "কিতমানে হক"।
- ↑ মাকারেম শিরাযি, তাফসিরে নেমুনেহ, ১৩৭১ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৫৫০।
- ↑ বেইগি, জামাল, "জুরমেঙ্গারিয়ে কিতমানে শাহাদাত ওয়া চালেশহায়ে অন দার হুকুকে ইরান", পৃ. ১৫১।
- ↑ মুয়ায্যেনি, "কিতমানে হক"।
- ↑ রিশেয়াবিয়ে মাদ্দে কাফ-তে-মিম, "তানযিল ওয়েবসাইট"।
- ↑ রিশেয়াবিয়ে মাদ্দে কাফ-তে-মিম, "তানযিল ওয়েবসাইট"।
- ↑ হাদি, "কিতমানে মামদুহ ওয়া মাযমুম (মা’ইয়ারহা ওয়া চালেশহা)", পৃ. ১২৬।
- ↑ হাদি, "কিতমানে মামদুহ ওয়া মাযমুম (মা’ইয়ারহা ওয়া চালেশহা)", পৃ. ১২৬।
- ↑ তায়্যেব, আতয়াবুল বায়ান, ১৩৬৯ ফার্সি সন, খণ্ড ২, পৃ. ২৬৬; শহীদ আওয়াল, আল-কাওয়ায়েদ ওয়াল ফাওয়ায়েদ, মাক্তাবাতুল মুফিদ, খণ্ড ২, পৃ. ১৫৭; মুআসসেসেয়ে দায়েরাতুল মাআরেফ ফিকহে ইসলামি বার মাযহাবে আহলে বাইত (আ.), ফারহাঙ্গে ফিকহ মুতাবেকে মাযহাবে আহলে বাইত (আ.), ১৪২৬ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৫৯১।
- ↑ হাদি, "কিতমানে মামদুহ ওয়া মাযমুম (মা’ইয়ারহা ওয়া চালেশহা)", পৃ. ১৩৮।
- ↑ শহীদ সানি, মাসালেকুল আফহাম, ১৪১৩ হি., খণ্ড ১৪, পৃ. ২৬৩।
গ্রন্থপঞ্জি
- বেইগি, জামাল, "জুরমেঙ্গারিয়ে কিতমানে শাহাদাত ওয়া চালেশহায়ে অন দার হুকুকে ইরান", দো-ফাসল নামেয়ে আমুযেহায়ে, হুকুকে কেইফারি, সংখ্যা ১৪, ১৩৯৬ ফার্সি সন।
- রেযায়ি ইস্পাহানি, মুহাম্মাদ আলী, তাফসিরে মেহের, কোম, পেঝুহেশহায়ে তাফসির ওয়া উলুমে কুরআন, প্রথম সংস্করণ, ১৩৭৮ ফার্সি সন।
- রিশেয়াবীয়ে মাদ্দেয়ে কাফ-তে-মিম, "তানযিল ওয়েবসাইট", পরিদর্শনের তারিখ: ১৪০২ ফার্সি সনের ৯ আবান।
- মুআসসেসেয়ে দায়েরাতুল মাআরেফ ফিকহে ইসলামি বার মাযহাবে আহলে বাইত (আ.), কোম, মুআসসেসেয়ে দায়েরাতুল মাআরেফ ফিকহে ইসলামি বা মাযহাবে আহলে বাইত (আ.) প্রথম সংস্করণ, ১৪২৬ হি.।
- তাইয়্যেব, আব্দুল হুসাইন, আতয়াবুল বায়ান ফি তাফসিরিল কুরআন, তেহরান, নাশরে ইসলাম, দ্বিতীয় সংস্করণ, ১৩৬৯ ফার্সি সন।
- শহীদ আওয়াল, মুহাম্মাদ, আল-কাওয়ায়েদ ওয়াল ফাওয়ায়েদ, কোম, মাক্তাবাতুল মুফিদ, প্রথম সংস্করণ, ১৪০০ হি.।
- শহীদ সানি, যাইনুদ্দিন বিন আলী, মাসালেকুল আফহাম ইলা তানকীহ শারায়ে’ আল-ইসলাম, মুআসসাসাতুল মাআরেফ আল-ইসলামিয়্যাহ, কোম, প্রথম সংস্করণ, ১৪১৩ হি.।
- তাবারসি, ফাযল বিন হাসান, মাজমাউল বায়ান ফি তাফসিরিল কুরআন, তেহরান, নাশরে নাসের খসরু, তৃতীয় সংস্করণ, ১৩৭২ ফার্সি সন।
- মুস্তাফাভি, হাসান, তাফসিরে রৌশান, তেহরান, মারকাযে নাশরে কিতাব, প্রথম সংস্করণ, ১৩৮০ ফার্সি সন।
- মাকারেম শিরাযি, নাসের, তাফসিরে নেমুনেহ, তেহরান, দারুল কুতুবুল ইসলামিয়্যাহ, প্রথম সংস্করণ, ১৩৭১ ফার্সি সন।
- মুয়ায্যেনি, মুহাম্মাদ, "কিতমানে হক" বাংকে মাকালাতে উলুমে ইনসানি পেঝুহে, ১৩৯৩ ফার্সি সন।
- হাদি, আসগার, "কিতমানে মামদুহ ওয়া মাযমুম (মা’ইয়ারহা ওয়া চালেশহা)", ফাসলনামেয়ে আখলাক, অষ্টম বৎসর, সংখ্যা ৩০, ১৩৯৭ ফার্সি সনের তাবেস্তান।