যুল-সাফিনাত
যুল-সাফিনাত (আরবি: ذوالثفِنات) অর্থ হচ্ছে যে ব্যক্তির কপালে কড়া পড়েছে; শিয়াদের চতুর্থ ইমাম হযরত সাজ্জাদ (আ.)-এর অন্যতম লকব বা উপাধি।
অত্যধিক সিজদার কারণে ইমাম সাজ্জাদের (আ.) কপাল[১] বা সিজদার অন্যান্য স্থানগুলোতে চিহ্ন থেকে যেত, এজন্য তাঁকে যুল-সাফিনাত বলে সম্বোধন করা হত।[২] কারণ তাঁর সিজদার অঙ্গগুলোতে উটের হাটুর ন্যায় কড়া পড়ে যেত।[৩] সাফিনার অর্থ হচ্ছে উটের হাটু ও বুকের কড়া।[৪]
বিহারুল আনওয়ার গন্থে বর্ণিত রেওয়ায়েতের ভিত্তিতে, ইমাম সাজ্জাদ (আ.)-এর সিজদার স্থানসমূহে কড়া পড়েছিল তাঁর অত্যধিক নামাযের কারণে।[৫]হিজরী তৃতীয় শতাব্দীর বিশিষ্ট ঐতিহাসিক ইয়াকুবি বলেন, আলী ইবনে হোসাইন (আ.) প্রত্যেক দিবা-রাত্রে ১০০০ রাকাত নামায আদায় করতেন।[৬] এছাড়াও, ইলালুশ শারায়ে গ্রন্থে ইমাম মুহাম্মাদ বাকের (আ.) হতে বর্ণিত রেওয়ায়েতের ভিত্তিতে, চতুর্থ ইমাম প্রতিবছর দুইবার নিজের শরীর থেকে কড়াগুলোকে উঠিয়ে ফেলতেন।[৭] কারণ, সিজদার সময় তাঁর কপাল মাটিতে পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হত।[৮] তিনি কড়াগুলোকে সংগ্রহ করতেন এবং যখন তিনি শাহাদাত বরণ করেন তখন ঐগুলোকে তাঁর সাথে দাফন করা হয়।[৯] এছাড়াও আব্দুল্লাহ বিন ওহাব রাসেবি[১০] (খারেজীদের একজন নেতা) এবং আলী বিন আব্দুল্লাহ বিন আব্বাসও[১১] যুল-সাফিনাত হিসেবে পরিচিত ছিলেন।[১২]
তথ্যসূত্র
- ↑ ইয়াকুবি, তারিখুল ইয়াকুবি, দারু সাদর, খণ্ড ২, পৃ. ৩০৩।
- ↑ সাদুক, ইলালুশ শারায়ে, ১৩৮৫ হি., খণ্ড ১, পৃ. ২৩৩।
- ↑ তাবারসি, এ'লামুল ওয়ারা, ১৪১৭ হি., খণ্ড ১, পৃ. ৪৮০।
- ↑ ইবনে মানযুর, লিছানুল আরব, ১৪১৪ হি., খণ্ড ১৩, পৃ. ৭৮।
- ↑ মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৪ হি., খণ্ড ৪৬, পৃ. ৬১।
- ↑ ইয়াকুবি, তারিখুল ইয়াকুবি, দারু সাদর, খণ্ড ২, পৃ. ৩০৩।
- ↑ সাদুক, ইলালুশ শারায়ে, ১৩৮৫ হি., খণ্ড ১, পৃ. ২৩৩।
- ↑ খাসিবী, আল-হিদায়াতুল কুবরা, ১৪১৯ হি., ২১৪।
- ↑ মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৪ হি., খণ্ড ৪৬, পৃ. ৬১।
- ↑ বালাযুরী, আনসাবুল আশরাফ, ১৩৯৪ হি., খণ্ড ২, পৃ. ৩৬০; তাবারী, তারিখুল উমাম ওয়াল মুলূক, ১৩৮৭ হি., খণ্ড ৫, পৃ. ৭৫।
- ↑ বালাযুরী, আনসাবুল আশরাফ, ১৩৯৪ হি., খণ্ড ২, পৃ. ৩৬০।
- ↑ ইবনে আবিল হাদীদ, শারহে নাহযুল বালাগাহ, ১৪০৪ হি., খণ্ড ১০, পৃ. ৭৯; মুদাররেস তাবরিযী, রায়হানাতুল আদাব, ১৩৬৯ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ২৫৫।
গ্রন্থপঞ্জি
- ইবনে মানযুর, মুহাম্মাদ বিন মুকাররাম, লিছানুল আরব, তাহকীক: আহমাদ ফারস, বৈরুত, দারুল ফিকর, ১৪১৪ হি.।
- ইবনে আবিল হাদীদ, আব্দুল হামিদ বিন হিবাতুল্লাহ, শারহে নাহযুল বালাগাহ, কোম, ইন্তেশারাতে কিতাব খনেয়ে আয়াতুল্লাহ মারআশি, ১৪০৪ হি.।
- বালাযুরী, আহমাদ বিন ইয়াহইয়া, আনসাবুল আশরাফ(খণ্ড ৪), তাহকীক: মুহাম্মাদ বাকের মাহমুদি, বৈরুত, মুআস্সেসাতুল আ'লামি লিল মাতবুআ'ত, ১৯৭৪ খ্রি./১৩৯৪ হি.।
- খাসিবী, হুসাইন বিন হামেদান, আল-হিদায়াতুল কুবরা, বৈরুত, আল-বালাগ, ১৪১৯ হি.।
- সাদুক, মুহাম্মাদ বিন আলী, ইলালুশ শারায়ে, তাহকীক: সাইয়্যেদ মুহাম্মাদ সাদেক বাহরুল উলুম, নাজাফ, মানশুরাতুল মাকতাবাতুল হাইদারিয়াহ, ১৩৮৫ হি./১৯৬৬ খ্রি.।