যুল-সাফিনাত

wikishia থেকে

যুল-সাফিনাত (আরবি: ذوالثفِنات) অর্থ হচ্ছে যে ব্যক্তির কপালে কড়া পড়েছে; শিয়াদের চতুর্থ ইমাম হযরত সাজ্জাদ (আ.)-এর অন্যতম লকব বা উপাধি।

অত্যধিক সিজদার কারণে ইমাম সাজ্জাদের (আ.) কপাল[১] বা সিজদার অন্যান্য স্থানগুলোতে চিহ্ন থেকে যেত, এজন্য তাঁকে যুল-সাফিনাত বলে সম্বোধন করা হত।[২] কারণ তাঁর সিজদার অঙ্গগুলোতে উটের হাটুর ন্যায় কড়া পড়ে যেত।[৩] সাফিনার অর্থ হচ্ছে উটের হাটু ও বুকের কড়া।[৪]

বিহারুল আনওয়ার গন্থে বর্ণিত রেওয়ায়েতের ভিত্তিতে, ইমাম সাজ্জাদ (আ.)-এর সিজদার স্থানসমূহে কড়া পড়েছিল তাঁর অত্যধিক নামাযের কারণে।[৫]হিজরী তৃতীয় শতাব্দীর বিশিষ্ট ঐতিহাসিক ইয়াকুবি বলেন, আলী ইবনে হোসাইন (আ.) প্রত্যেক দিবা-রাত্রে ১০০০ রাকাত নামায আদায় করতেন।[৬] এছাড়াও, ইলালুশ শারায়ে গ্রন্থে ইমাম মুহাম্মাদ বাকের (আ.) হতে বর্ণিত রেওয়ায়েতের ভিত্তিতে, চতুর্থ ইমাম প্রতিবছর দুইবার নিজের শরীর থেকে কড়াগুলোকে উঠিয়ে ফেলতেন।[৭] কারণ, সিজদার সময় তাঁর কপাল মাটিতে পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হত।[৮] তিনি কড়াগুলোকে সংগ্রহ করতেন এবং যখন তিনি শাহাদাত বরণ করেন তখন ঐগুলোকে তাঁর সাথে দাফন করা হয়।[৯] এছাড়াও আব্দুল্লাহ বিন ওহাব রাসেবি[১০] (খারেজীদের একজন নেতা) এবং আলী বিন আব্দুল্লাহ বিন আব্বাসও[১১] যুল-সাফিনাত হিসেবে পরিচিত ছিলেন।[১২]

তথ্যসূত্র

  1. ইয়াকুবি, তারিখুল ইয়াকুবি, দারু সাদর, খণ্ড ২, পৃ. ৩০৩।
  2. সাদুক, ইলালুশ শারায়ে, ১৩৮৫ হি., খণ্ড ১, পৃ. ২৩৩।
  3. তাবারসি, এ'লামুল ওয়ারা, ১৪১৭ হি., খণ্ড ১, পৃ. ৪৮০।
  4. ইবনে মানযুর, লিছানুল আরব, ১৪১৪ হি., খণ্ড ১৩, পৃ. ৭৮।
  5. মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৪ হি., খণ্ড ৪৬, পৃ. ৬১।
  6. ইয়াকুবি, তারিখুল ইয়াকুবি, দারু সাদর, খণ্ড ২, পৃ. ৩০৩।
  7. সাদুক, ইলালুশ শারায়ে, ১৩৮৫ হি., খণ্ড ১, পৃ. ২৩৩।
  8. খাসিবী, আল-হিদায়াতুল কুবরা, ১৪১৯ হি., ২১৪।
  9. মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৪ হি., খণ্ড ৪৬, পৃ. ৬১।
  10. বালাযুরী, আনসাবুল আশরাফ, ১৩৯৪ হি., খণ্ড ২, পৃ. ৩৬০; তাবারী, তারিখুল উমাম ওয়াল মুলূক, ১৩৮৭ হি., খণ্ড ৫, পৃ. ৭৫।
  11. বালাযুরী, আনসাবুল আশরাফ, ১৩৯৪ হি., খণ্ড ২, পৃ. ৩৬০।
  12. ইবনে আবিল হাদীদ, শারহে নাহযুল বালাগাহ, ১৪০৪ হি., খণ্ড ১০, পৃ. ৭৯; মুদাররেস তাবরিযী, রায়হানাতুল আদাব, ১৩৬৯ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ২৫৫।

গ্রন্থপঞ্জি

  • ইবনে মানযুর, মুহাম্মাদ বিন মুকাররাম, লিছানুল আরব, তাহকীক: আহমাদ ফারস, বৈরুত, দারুল ফিকর, ১৪১৪ হি.।
  • ইবনে আবিল হাদীদ, আব্দুল হামিদ বিন হিবাতুল্লাহ, শারহে নাহযুল বালাগাহ, কোম, ইন্তেশারাতে কিতাব খনেয়ে আয়াতুল্লাহ মারআশি, ১৪০৪ হি.।
  • বালাযুরী, আহমাদ বিন ইয়াহইয়া, আনসাবুল আশরাফ(খণ্ড ৪), তাহকীক: মুহাম্মাদ বাকের মাহমুদি, বৈরুত, মুআস্সেসাতুল আ'লামি লিল মাতবুআ'ত, ১৯৭৪ খ্রি./১৩৯৪ হি.।
  • খাসিবী, হুসাইন বিন হামেদান, আল-হিদায়াতুল কুবরা, বৈরুত, আল-বালাগ, ১৪১৯ হি.।
  • সাদুক, মুহাম্মাদ বিন আলী, ইলালুশ শারায়ে, তাহকীক: সাইয়্যেদ মুহাম্মাদ সাদেক বাহরুল উলুম, নাজাফ, মানশুরাতুল মাকতাবাতুল হাইদারিয়াহ, ১৩৮৫ হি./১৯৬৬ খ্রি.।