বিষয়বস্তুতে চলুন

মুজতবা (উপাধি)

wikishia থেকে

এই নিবন্ধটি ইমাম হাসান (আ.)-এর একটি উপাধি সম্পর্কিত। ইমামের (আ.) ব্যক্তিত্ব ও জীবনি সম্পর্কে অবগতির জন্য 'ইমাম হাসান মুজতবা (আ.)' নিবন্ধটি পড়ুন।

মুজতবা (আরবি:مُجتبیٰ) অর্থ হচ্ছে মনোনীত বা বাছাইকৃত, যা ইমাম হাসান (আ.)-এর উপাধিগুলোর মধ্যে একটি।[] এই উপাধিটি মহানবি (স.)[] এবং অন্যান্য ইমামগণের[] ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। ইমাম জাফর সাদিক (আ.)-এর যে খুতবাটিতে ইমামগণের গুণাবলী ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, তাতে এই উপাধি ইমামদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখিত হলেও[] মূলত উপাধিটি ইমাম হাসান (আ.) সম্পর্কে খ্যাতি লাভ করেছে।[] শিয়াদের ইমামগণ হতে যে সকল রেওয়ায়েত বর্ণিত হয়েছে, সেগুলোতে ইমাম হাসান (আ.)-কে মুজতবা উপাধিসহ উল্লেখ করেছেন।[] দোয়া-এ-তাওয়াস্সুল তথা তাওয়াস্সুল নামক দোয়াতেও 'আল-মুজতবা' উল্লেখিত হয়েছে[] এবং হেরযে ইমাম সাজ্জাদ (আ.) তথা ইমাম সাজ্জাদের (আ.) তাবিজেও "আল-হাসানুল মুজতবা" «اَلْحَسَنُ المُجتبیٰ»[] এর উল্লেখ রয়েছে।

মুজতবা অর্থ হচ্ছে মনোনীত বা নির্বাচিত বা বাছাইকৃত।[] আল্লামা তাবাতাবায়ী সূরা নাহালের ১২১ নং আয়াতে ইযতাবা' (اِجتَباء) শব্দটিকে এভাবে তাফসীর করেছেন, আল্লাহপাক মাসুম (নিষ্পাপ) ইমামগণকে নিজের জন্য পবিত্র করেছেন, এমনভাবে যে, তিনি তাদেরকে বিভ্রান্তি থেকে দূরে রেখেছেন এবং সিরাতুল মুসতাকিম তথা সরল পথে পথপ্রদর্শন করেন।[১০]

বলা হয়ে থাকে যে, এই উপাধিটির একটি বিশেষ অর্থ থাকলেও তা শিয়াদের সকল ইমামগণের মধ্যেই পূর্ণমাত্রায় বিদ্যমান। যদিওবা শুধুমাত্র তাদের দ্বিতীয় ইমাম এই নামে খ্যাতি অর্জন করেছেন। ইমাম হাসান (আ.) জীবিত থাকাকালীন সময়েই মুজতবা উপাধি লাভ করেন।[১১]

তথ্যসূত্র

  1. ইবনে শাহরে আশুব, আল-মানাকেব, ১৩৭৯ হি., খণ্ড ৪, পৃ. ২৯।
  2. যারান্দী, নাযম দুরারুস সামাতাইন, ১৪২৫ হি., পৃ. ২৭।
  3. দ্র: মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৩ হি., খণ্ড ২৫, পৃ. ১৫০।
  4. মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৩ হি., খণ্ড ২৫, পৃ. ১৫০।
  5. নেযামি হামেদানী, আল-মাআরেফুর রাফিআহ, ১৩৮৯ ফার্সি সন, পৃ. ৩১৪।
  6. পাকনিয়া তাবরিযী, "তা'মুলি দার মুসতানাদাত ওয়া মাশহুর তারিন আলকাবে মা'সুমীন আলাইহিস সালাম", পৃ. ১৩২।
  7. কুম্মী, মাফাতিহুল জিনান, ১৪১৫ হি., পৃ. ১৮৫।
  8. আতারদী কুচানী, মুসনাদুল ইমাম আল-সাজ্জাদ, ১৩৭৯ ফার্সি সন, খণ্ড ২, পৃ. ৩২।
  9. মুন্তাযেরি, দারসহায়ি আয নাহযুল বালাগাহ, ১৩৯৫ ফার্সি সন, পৃ. ৩৯৮।
  10. তাবাতাবায়ী, আল-মীযান, ১৩৯০ হি., খণ্ড ১২, পৃ. ৩৬৮।
  11. ফাত্তাহি, আনওয়ার ইলাহি, ১৩৯০ ফার্সি সন, পৃ. ২৭৪।

গ্রন্থপঞ্জি

  • ইবনে শাহরে আশুব, মুহাম্মদ বিন আলী, মানাকেবে আলে আবি তালিব, কোম, আল্লামা, ১৩৭৯ হি.।
  • পাকনিয়া তাবরিযী, আব্দুল কারিম, "তা'মুলি দার মুসতানাদাত ওয়া মাশহুর তারিন আলকাবে মা'সুমীন আলাইহিস সালাম", মাহ নামেয়ে মুবাল্লেগান, সংখ্যা ১৪৫, মেহের এবং অবান ১৩৯০ ফার্সি সন।
  • যারান্দী, মুহাম্মাদ বিন ইউসুফ, নাযম দুরারুল সামাতাইন, বৈরুত, দারু ইহিয়াইত তুরাসিল আরাবি, ১৪২৫ হি.।
  • তাবাতাবায়ী, সাইয়্যেদ মুহাম্মাদ হোসাইন, আল-মীযান ফি তাফসীরিল কুরআন, বৈরুত, মুআসসসেসাতুল আ'লামি লিল মাতবুয়া'ত, দ্বিতীয় সংস্করণ, ১৩৯০ হি.।
  • আতারাদী কুচানী, আজিজুল্লাহ, মুসনাদুল ইমাম আল-সাজ্জাদ, তেহরান, আতারাদ, ১৩৭৯ ফার্সি সন।
  • ফাত্তাহি, হামিদ, আনওয়ার ইলাহি, কোম, মীর ফাত্তাহ, ১৩৯০ ফার্সি সন।
  • কুম্মী, আব্বাস, মাফাতিহুল জিনান, বৈরুত, দারুল মালাক, ১৪১৫ হি.।
  • মাজলিসী, মুহাম্মাদ বাকের, বিহারুল আনওয়ার, আল-নাশের: মুআস্সসাতুল ওয়াফা', দ্বিতীয় সংস্করণ, ১৪০৩ হি.।
  • মুন্তাযেরি, হোসাইন আলী, দারসহায়ী আয নাহযুল বালাগাহ, তেহরান,সারাঈ, ১৩৯৫ ফার্সি সন।
  • নেযামি হামেদানি, আলী, আল-মাআরেফুর রাফিয়া'তু ফিয যিয়ারাতিল জামেয়া'হ, মাশহাদ, অস্তানে কুদসে রাযাভী, ১৩৮৯ ফার্সি সন।