বিষয়বস্তুতে চলুন

হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

১২২ নং লাইন: ১২২ নং লাইন:


====আকাবার দ্বিতীয় শপথ====
====আকাবার দ্বিতীয় শপথ====
[[নবুয়্যতের ১৩তম বছর|নবুয়্যতের ১৩তম বছরে]] হজ্জের মৌসুমে [[খাযরাজ]] গোত্রের ৭৩ জন নারী ও পুরুষ হজ্জের কার্যক্রম শেষে আকাবায় সমবেত হলেন। মহানবি (সা.) স্বীয় চাচা [[আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব]]কে সঙ্গে নিয়ে তাদের মাঝে উপস্থিত হলেন। উল্লেখ আছে যে, তাদের মাঝে প্রথম কথা বলেছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তিনি বলেন: হে খাযরাজ গোত্রীয়রা! মুহাম্মাদ আমাদের (সম্প্রদায়ের), আমাদের সাধ্যানুযায়ী আমরা তাঁকে জনগণের অনিষ্ট থেকে রক্ষা করেছি। এখন তিনি আপনাদের মাঝে অবস্থান করতে চান। তাকে পৃষ্ঠপোষকতা করুন। তাঁকে শত্রুদের অনিষ্ট থেকে নিরাপদ রাখতে আপনারা সক্ষম হন তাহলের তা কতই না ভাল, কিন্তু যদি আপনারা সক্ষমতা না থাকে তাহলে এখনই তাঁকে ছেড়ে দিন’। তারা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উত্তরে বললেন: আপনার কথা শুনেছি। হে আল্লাহর রাসূল! আপনার নিকট এবং আপনার প্রভুর নিকট যা কিছু পছন্দনীয় তা বলুন!’ মহানবি (সা.) কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন অতঃপর বললেন: ‘তোমাদের সঙ্গে এ মর্মে চুক্তিবদ্ধ হচ্ছি যে, তোমরা তোমাদের পরিবার ও সন্তানদেরকে যেরূপ প্রতিরক্ষা কর আমাকেও সেরূপ প্রতিরক্ষা করবে।’
[[নবুয়্যতের ১৩তম বছর|নবুয়্যতের ১৩তম বছরে]] হজ্জের মৌসুমে [[খাযরাজ]] গোত্রের ৭৩ জন নারী ও পুরুষ হজ্জের কার্যক্রম শেষে আকাবায় সমবেত হলেন। মহানবি (সা.) স্বীয় চাচা [[আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব]]কে সঙ্গে নিয়ে তাদের মাঝে উপস্থিত হলেন। উল্লেখ আছে যে, তাদের মাঝে প্রথম কথা বলেছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তিনি বলেন: হে খাযরাজ গোত্রীয়রা! মুহাম্মাদ আমাদের (সম্প্রদায়ের), আমাদের সাধ্যানুযায়ী আমরা তাঁকে জনগণের অনিষ্ট থেকে রক্ষা করেছি। এখন তিনি আপনাদের মাঝে অবস্থান করতে চান। তাঁকে পৃষ্ঠপোষকতা করুন। যদি তাঁকে শত্রুদের অনিষ্ট থেকে নিরাপদ রাখতে আপনারা সক্ষম হন তাহলে তা কতই না ভাল; কিন্তু যদি আপনাদের সক্ষমতা না থাকে তাহলে এখনই তাঁকে ছেড়ে দিন’। তারা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উত্তরে বললেন: আপনার কথা শুনেছি। হে আল্লাহর রাসূল! আপনার নিকট এবং আপনার প্রভুর নিকট যা কিছু পছন্দনীয় তা বলুন!’ মহানবি (সা.) কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন, অতঃপর বললেন: ‘তোমাদের সঙ্গে এ মর্মে চুক্তিবদ্ধ হচ্ছি যে, তোমরা তোমাদের পরিবার ও সন্তানদেরকে যেরূপ প্রতিরক্ষা কর আমাকেও সেরূপ প্রতিরক্ষা করবে।’


মদিনার প্রতিনিধিরা এ মর্মে তাঁর (সা.) সাথে বাইয়াত করলেন যে, তাঁর শত্রুদের সাথে শত্রুতা এবং তাঁর বন্ধুদের সাথে বন্ধুত্ব পোষণ করবেন। আর যেই তাঁর সাথে যুদ্ধের ঘোষণা করবে তার সাথে যুদ্ধ করবেন, আর এ কারণে এ বাইয়াতকে ‘[[বাইয়াতুল হারব]]’ও বলা হয়। এই বাইয়াত অনুষ্ঠিত হওয়ার পর মহানবি (সা.) মুসলমানদেরকে ইয়াসরিবে হিজরতের অনুমতি দিলেন।<ref>শাহিদি, তারিখে তাহলিলিয়ে ইসলাম, ১৩৯০ সৌরবর্ষ, পৃ. ৫৬-৫৯।</ref>
মদিনার প্রতিনিধিরা এ মর্মে তাঁর (সা.) সাথে বাইয়াত করলেন যে, তাঁর শত্রুদের সাথে শত্রুতা এবং তাঁর বন্ধুদের সাথে বন্ধুত্ব পোষণ করবেন। আর যেই তাঁর সাথে যুদ্ধের ঘোষণা করবে তার সাথে যুদ্ধ করবেন। এ কারণে এ বাইয়াতকে ‘[[বাইয়াতুল হারব]]’ও বলা হয়। এই বাইয়াত অনুষ্ঠিত হওয়ার পর মহানবি (সা.) মুসলমানদেরকে ইয়াসরিবে হিজরতের অনুমতি দিলেন।<ref>শাহিদি, তারিখে তাহলিলিয়ে ইসলাম, ১৩৯০ সৌরবর্ষ, পৃ. ৫৬-৫৯।</ref>


====দারুন নাদভায় ষড়যন্ত্র====
====দারুন নাদভায় ষড়যন্ত্র====
Automoderated users, confirmed, templateeditor
১,৭২১টি

সম্পাদনা