গাদীরে খুম

wikishia থেকে

গাদীরে খুম (আরবি: غدير خمّ) হচ্ছে মক্কা থেকে মদীনা যাওয়ার পথে একটি স্থান; যেখানে মহানবী (স.) দশম হিজরীর ১৮ই জিলহজ্ব তারিখে গাদীরের খুৎবা প্রদান করেন এবং ইমাম আলী (আ.)-কে তাঁর (স.) উত্তরসূরী হিসেবে মুসলমানদের নিকট পরিচয় করিয়ে দেন। এই ঘটনাটি গাদীরের ঘটনা নামে পরিচিত।[১] যে স্থানটিতে নবী করিম (স.) নামাজ আদায় করেছিলেন এবং ইমাম আলী (আ.)-কে নিজের উত্তরসূরী হিসেবে পরিচয় করান, সেখানে একটি মসজিদ নির্মিত হয়েছে; যা গাদীরে খুম মসজিদ নামে প্রসিদ্ধ।[২] দোয়ার বইগুলোতে এই মসজিদের জন্য বিশেষ আমলের কথা উল্লেখিত হয়েছে।[৩]

জুহফা থেকে চার কিলোমিটার দূরে একটি পুকুরের নাম[৪] ছিল গাদীরে খুম। জোহফা মক্কা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এবং এটি হজ্বের পাঁচটি মিকাতের (ইহরাম বাঁধার নির্ধারিত স্থান) একটি।[৫] পানি ও কিছু সংখ্যক গাছের উপস্থিতির কারণে এই স্থানটি কাফেলাগুলোর থামার এবং বিশ্রামের জায়গা হয়ে উঠেছিল।[৬]

তথ্যসূত্র

  1. কুম্মী, তাফসীরুল কুম্মী, ১৪১২ হি., খণ্ড ১, পৃ. ১৭৯; আইয়াশী, তাফসীরুল আইয়াশী, ১৩৮০ হি., খণ্ড ১, পৃ. ৩৩২।
  2. সামহুদী, ওয়াফাউল ওয়াফা, ১৪১৯ হি., খণ্ড ৩, পৃ. ১৭০-১৭১।
  3. দ্র: তুসী, মিসবাহুল মুতাহজাদ, ১৪১১ হি., পৃ. ৭০৯।
  4. ইবনে মাঞ্জুর, লিসানুল আরাব, আল-গাদীর শব্দের অধীন।
  5. হামাউয়ি, মু'জামুল বুলদান, ১৯৯৫ হি., খণ্ড ২, পৃ. ১১১।
  6. ইবনে খাল্লিকান, ওয়াফায়াতুল আ'ইয়ান, ১৩৬৪ ফার্সি সন, খণ্ড ৫, পৃ. ২৩১।

গ্রন্থপঞ্জি

  • ইবনে খাল্লিকান, আহমাদ ইবনে মুহাম্মাদ, ওয়াফায়াতুল আ'ইয়ান, তাহকীক: ইহসান আব্বাস, কোম, আশ শারীফুর রাযী, ১৩৬৪ ফার্সি সন।
  • ইবনে মাঞ্জুর, মুহাম্মাদ বিন মুকাররাম, বৈরুত, দারুস সাদর, তারিখহীন।
  • সামহুদী, আলী বিন আব্দুল্লাহ, ওয়াফাউল ওয়াফা বি আখবারিদ দার আল-মুস্তাফা, বৈরুত, দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, প্রথম সংস্করণ, ১৪১৯ হি.।
  • তুসী, মুহাম্মাদ বিন হাসান, মিসবাহুল মুতাহাজাদ, বৈরুত, মুআস্সাসাতু ফিকহ আল-শিয়া, প্রথম সংস্করণ, ১৪১১ হি./১৯৯১ খ্রি.।
  • আইয়াশী, মুহাম্মাদ বিন মাসউদ, তাফসীরুল আইয়াশী, তাসহীহ: হাশেম রাসুলী, তেহরান, মাক্তাবাতুল ইলমিয়্যাহ আল-ইসলামীয়্যাহ, ১৩৮০ হি.।
  • কুম্মী, আলী বিন ইব্রাহিম, তাফসীরুল কুম্মী, কোম, দারুল কিতাব, ১৪০৪ হি.।
  • ইয়াকুত হামাউয়ি, মু'জামুল বুলদান, বৈরুত, দারু সাদর, দ্বিতীয় সংস্করণ, ১৯৯৫ খ্রি.।