আইনুল ওয়ারদাহ
অবয়ব
আইনুল ওয়ারদাহ (আরবি: عَینُ الوَردَه) হল একটি দ্বীপ (দাজলাহ এবং ফুরাতের মধ্যবর্তী একটি অঞ্চল) অঞ্চল,[১] যেখানে তাওওয়াবিনদের বিদ্রোহ সংঘটিত হয়েছিল।[২] তাওওয়াবিন হল কুফার একদল লোক; যারা সোলাইমান বিন সোরাদ খুযাঈ'র নেতৃত্বে ইমাম হোসাইন (আ.)-এর রক্তের প্রতিশোধ নিতে এবং ইমাম (আ.)-কে সাহায্য করার ক্ষেত্রে নিজেদের অবহেলার ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে বনি উমাইয়া হুকুমতের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং এই স্থানে শাহাদাত বরণ করেন।[৩]
বলা হয়ে থাকে যে, আইনুল ওয়ারদাহ ছিল কুফা ও দামেস্কের মধ্যবর্তী জনবসতিগুলোর মধ্যে একটি।[৪] এই অঞ্চলটি রা'স আল-আইন নামেও পরিচিত।[৫] রা'স আল-আইন উত্তর-পূর্ব সিরিয়ার হেসকেহ প্রদেশে অবস্থিত।[৬]
তথ্যসূত্র
- ↑ হামাউয়ী, মু'জামুল বুলদান, ১৩৯৯ হি., খণ্ড ৪, পৃ. ১৮০।
- ↑ দ্র: ইবনে সা'দ, আত তাবাকাতুল কাবীর, ১৪২১ হি., খণ্ড ৮, পৃ. ১৪৮।
- ↑ দ্র: ইবনে সা'দ, আত তাবাকাতুল কাবীর, ১৪২১ হি., খণ্ড ৮, পৃ. ১৪৮।
- ↑ শাউয়ী, মাআর রাকাবিল হুসাইনি, ১৩৮৬ ফার্সি সন, খণ্ড ৫, পৃ. ১৮৫।
- ↑ দ্র: ইবনে সা'দ, আত তাবাকাতুল কাবীর, ১৪২১ হি., খণ্ড ৮, পৃ. ১৪৮।
- ↑ مقاله رأس العین، ইয়াবরুদ ওয়েবসাইট।
গ্রন্থপঞ্জি
- ইবনে সা'দ, মুহাম্মদ ইবনে সা'দ, আত তাবাকাতুল কাবীর, আলী মুহাম্মদ উমর, মাকতাবাতুল খানজী, কায়রো, ১৪২১ হি./২০০১ খ্রি.।
- হামাউয়ী, ইয়াকুত, মু'জামুল বুলদান, বৈরুত, দারু ইহিয়াউত তুরাসিল আরাবি, ১৩৯৯ হি.।
- শাউয়ী, আলী, মাআর রাকাবিল হুসাইনি মিনাল মাদীনাতি ইলাল মাদীনা, কোম, মারকাযুদ দিরাসাতিল ইসলামীয়াহ লি মুমাসসিলিয়াতিল ওয়ালী আল-ফাকীহ ফি হারাসিস সাওরাতিল ইসলামিয়্যাহ, ১৩৮৬ ফার্সি সন/১৪২৬ হি.।
- مقاله رأس العین ইয়াবরুদ ওয়েবসাইট, পরিদর্শন ১৮ই অবান ১৪০২ ফার্সি সন।