বিষয়বস্তুতে চলুন

অপারেশন ট্রু প্রমিজ-৩

wikishia থেকে

অপারেশন ট্রু প্রমিজ-৩; ইরানের উপর ইসরাইলের আক্রমণের প্রতিক্রিয়ায় ১৩ই জুন, ২০২৫ সালে ইসরাইলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে শুরু হয়েছিল। ১৩ই জুন, ইসরাইল ইরানের কিছু পারমাণবিক স্থাপনা, সামরিক ও বিমান ঘাঁটি এবং আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং এর রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করা। এতে মোহাম্মদ বাকেরী এবং হোসাইন সালামির মতো কতিপয় সিনিয়র সামরিক কমান্ডার এবং বেশ কয়েকজন ইরানি পারমাণবিক বিজ্ঞানী শহিদ হন।

২২শে জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিজ-৩ এর ধারাবহিকতায় ইরানি সশস্ত্র বাহিনী বিশটি ক্ষেপণাস্ত্র এবং আটটি ড্রোন হামলার মাধ্যমে ইসরাইলি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, তথ্য ও গোয়েন্দা সংস্থা যার মধ্যে রয়েছে ওয়াইজম্যান ইনস্টিটিউট, আমান এবং মোসাদ এবং কিছু বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ইসরাইলি গোয়েন্দা ও প্রতিরক্ষা কেন্দ্রগুলিতে সাইবার আক্রমণও এই অভিযানের অংশ ছিল।

আইআরজিসির বিবৃতি অনুসারে, এই অভিযানের মূল বার্তা ছিল যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা হলো সশস্ত্র বাহিনীর রেড লাইন।

ইসরাইলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা বাতিল, ইসরাইলি অর্থনীতির কোটি কোটি ডলার ক্ষতি এবং ইসরাইল থেকে অন্যান্য দেশে ইহুদিবাদী অভিবাসনের ঢেউকে এই অভিযানের পরিণতি হিসেবে উল্লেখ করা হয়েছে।