মিডিয়াউইকি:MainPage-Articles-Selected

wikishia থেকে

মৃত্যু যন্ত্রণা (আরবি: سکرة الموت); হল মৃত্যুর সময় মুমূর্ষু ব্যক্তি যে কষ্ট বা যন্ত্রণা ভোগ করে। পবিত্র কুরআনের সূরা ক্বাফের ১৯নং আয়াতে এ প্রসঙ্গে বলা হয়েছে। বিভিন্ন হাদীসের ভিত্তিতে সাকরাতুল মাওত অত্যন্ত কষ্টকর ও ভয়াবহ এবং সকলের জন্য অবধারিত।

হাদীসে এসেছে, কোন কোন মু’মিনও মৃত্যুকষ্টে ভোগে, এর মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। মহানবি (স.) ও মাসুম ইমামগণ (আ.) থেকে বর্ণিত বিভিন্ন হাদীসের ভিত্তিতে কিছু কিছু কাজ করলে মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়; যেমন- রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক, পিতা-মাতার প্রতি সদাচরণ, দ্বীনি ভাইকে সাহায্য করা, সূরা ইয়াসিন ও সাফফাত তেলাওয়াত করা, ইমাম আলীকে (আ.) ভালোবাসা এবং ইমাম হুসাইনের (আ.) মাজার বারবার যিয়ারত করা ইত্যাদি।

বিস্তারিত পড়ুন.....