Automoderated users, confirmed, templateeditor
১,৭২১টি
সম্পাদনা
১৮০ নং লাইন: | ১৮০ নং লাইন: | ||
===ইহুদিদের সাথে সংঘাত=== | ===ইহুদিদের সাথে সংঘাত=== | ||
বদরের যুদ্ধের কয়েক সপ্তাহ পর ইহুদিদের সাথে মুসলমানদের প্রথম সংঘাতের ঘটনা ঘটে। [[বনি কাইনুকা]]র ইহুদিদের মদিনার বাইরে স্বর্ণালংকর ও লোহার জিনিসপত্র তৈরীর কারখানা ছিল। বর্ণিত আছে একদা এক আরব মহিলা বনি কাইনুকার বাজারে গিয়ে পন্য বিক্রির পর একটি স্বর্ণকারের দোকানে বসে পড়ে। এ সময় এক [[ইহুদি]] তার কাপড়ের এক মাথা তার পেছন দিকে গিঁট দিয়ে দেয়। ঐ মহিল যখন উঠে দাঁড়ায় তখন তার পোশাক শরীরের একদিকে চলে যায়, এ সময় উপস্থিত ইহুদিরা হেসে ওঠে। ঐ মহিলা মুসলমানদেরকে সাহায্যের জন্য ডাকলে এক মুসলমান ঐ নারীর | বদরের যুদ্ধের কয়েক সপ্তাহ পর ইহুদিদের সাথে মুসলমানদের প্রথম সংঘাতের ঘটনা ঘটে। [[বনি কাইনুকা]]র ইহুদিদের মদিনার বাইরে স্বর্ণালংকর ও লোহার জিনিসপত্র তৈরীর কারখানা ছিল। বর্ণিত আছে একদা এক আরব মহিলা বনি কাইনুকার বাজারে গিয়ে পন্য বিক্রির পর একটি স্বর্ণকারের দোকানে বসে পড়ে। এ সময় এক [[ইহুদি]] তার কাপড়ের এক মাথা তার পেছন দিকে গিঁট দিয়ে দেয়। ঐ মহিল যখন উঠে দাঁড়ায় তখন তার পোশাক শরীরের একদিকে চলে যায়, এ সময় উপস্থিত ইহুদিরা হেসে ওঠে। ঐ মহিলা মুসলমানদেরকে সাহায্যের জন্য ডাকলে এক মুসলমান ঐ নারীর সাহায্যে এগিয়ে আসে, এতে এক ইহুদি নিহত হয়। ইহুদিরাও ঐ মুসলমানকে হত্যা করে। এ ঘটনার পর মহানবি (সা.) ইহুদিদের উদ্দেশ্যে বললেন: এখানে থাকতে হলে আত্মসমার্পন করতে হবে। বনি কাইনুকার লোকেরা উত্তরে বলল: কুরাইশ বাহিনীর পরাজয় যেন তোমাকে প্রতারিত না করে। তারা তো যোদ্ধা নয়, আমরা যদি তোমার সাথে যুদ্ধ করি তাহলে তোমাকে দেখাব আমরা কি করতে পারি। মহানবি (সা.) তাদেরকে অবরুদ্ধ করার নির্দেশ দিলেন এবং এ অবরোধ ১৫ দিন অব্যাহত ছিল। এরপর তারা আত্মসমার্পন করলে মহানবি (সা.) যেন তাদেরকে হত্যা না করে ক্ষমা করে দেন এবং তাদেরকে সিরিয়ায় নির্বাসনে দেন এ লক্ষ্যে [[আব্দুল্লাহ ইবনে উবাই]] পীড়াপীড়ি করতে লাগল। ইহুদিদের এ দলটির অবরোধের ঘটনা হিজরী সনের দ্বিতীয় বছরে ঘটেছিল।<ref>শাহিদি, তারিখে তাহলিলিয়ে ইসলাম, ১৩৯০ সৌরবর্ষ, পৃ. ৭৯-৮০।</ref> | ||
===ওহুদের যুদ্ধ=== | ===ওহুদের যুদ্ধ=== |