Automoderated users, confirmed, templateeditor
১,৭২১টি
সম্পাদনা
৭৮ নং লাইন: | ৭৮ নং লাইন: | ||
===হাজারুল আসওয়াদ স্থাপনের ঘটনা=== | ===হাজারুল আসওয়াদ স্থাপনের ঘটনা=== | ||
[[জাহিলিয়্যাতের যুগ|জাহিলিয়্যাতের যুগে]] একবার কা’বার অভ্যন্তরে পানি প্রবেশের কারণে এর দেওয়ালেও ফাঁটলের সৃষ্টি হয়। কুরাইশরা [[কা’বা|কা’বার]] দেয়াল সংস্কার করার পর ‘[[হাজারুল আসওয়াদ]]’ স্থাপনের বিষয়ে গোত্রপতিদের মাঝে বিপত্তি | [[জাহিলিয়্যাতের যুগ|জাহিলিয়্যাতের যুগে]] একবার কা’বার অভ্যন্তরে পানি প্রবেশের কারণে এর দেওয়ালেও ফাঁটলের সৃষ্টি হয়। কুরাইশরা [[কা’বা|কা’বার]] দেয়াল সংস্কার করার পর ‘[[হাজারুল আসওয়াদ]]’ স্থাপনের বিষয়ে গোত্রপতিদের মাঝে বিপত্তি বাঁধে; কে এই পবিত্র ও সম্মানিত পাথর স্বস্থানে স্থাপন করবে? সকল গোত্রের প্রধানই চাচ্ছিল এ সৌভাগ্য যেন তার নসীবে জোটে। গোত্রপতিরা রক্তপূর্ণ পাত্র এনে তাতে হাত ডুবিয়ে নিল; এ ছিল এক প্রকার কসম ও অঙ্গীকার, এর ফলে বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ করতে হত। অবশেষে তারা এ সমাধানে পৌঁছাল এবং সবাই মেনে নিল যে, প্রথম যে ব্যক্তি ‘বনি শাইবা’ দরজা দিয়ে [[মসজিদ|মসজিদে]] প্রবেশ করবে এবং সে যে সমাধান দেবে তা সবাইকে মানতে হবে। মহানবি (সা.) মসজিদে প্রবেশ করলেন। তারা মহানবির (সা.) সিদ্ধান্ত মেনে নিল। মহানবি (সা.)-এর নির্দেশে একটি কাপড়ের মাঝখানে হাজারুল আসওয়াদ রাখা হল এবং সকল গোত্র প্রধানরা ঐ কাপড়ের একেকটি পাশ ধরে কাপড়টি উঁচু করল, আর মহানবি (সা.) নিজের হাত মোবারক দিয়ে হাজারুল আসওয়াদকে স্বস্থানে স্থাপন করলেন।<ref>শাহিদী, তারিখে তাহলিলিয়ে ইসলাম, ১৩৯০ সৌরবর্ষ, পৃ. ৪০।</ref> | ||
==নবুয়্যত ঘোষণা (বে’সাত)== | ==নবুয়্যত ঘোষণা (বে’সাত)== |