Automoderated users, confirmed, templateeditor
১,৭২১টি
সম্পাদনা
১৮৮ নং লাইন: | ১৮৮ নং লাইন: | ||
===বনি নাযির ও দুমাতুল জান্দালের অভিযান=== | ===বনি নাযির ও দুমাতুল জান্দালের অভিযান=== | ||
৪র্থ হিজরীতে ইসলাম ধর্মকে নিজেদের জন্য হুমকি মনে করে মদিনার আশেপাশের কয়েকটি গোত্রের সাথে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে, সংঘবদ্ধ হয়ে যাদের পক্ষ থেকে মদিনা আক্রমনের হুমকিও ছিল। [[রাজী]]’ ও [[বি’রে মাউনা]]’র ঘটনা তারই প্রমাণ; যাতে ইসলাম বিরোধী জোট বাহিনী প্রতারণা করে মুসলিম ধর্মপ্রচারকদেরকে হত্যা করেছিল। একইভাবে মদিনায় ইসলাম প্রচারে মহানবির (সা.) প্রচেষ্টার ফলপ্রসু হওয়াটাও এর মাধ্যমে স্পষ্ট হয়।<ref>তাবারি, তারিখুত তাবারি, দারুত তুরাস, খণ্ড ২, পৃ. ৫৩৮-৫৫৫।</ref> এ বছর মহানবি (সা.) [[বনি নাযির|বনি নাযিরের]] (মদিনার ইহুদিদের একটি গোত্র) সাথে আলোচনায় বসেন, কিন্তু ইহুদিরা | : ''মূল নিবন্ধ: [[বনি নাযির অবরোধ]] ও [[দুমাতুল জান্দালের অভিযান]] | ||
'' | |||
৪র্থ হিজরীতে ইসলাম ধর্মকে নিজেদের জন্য হুমকি মনে করে মদিনার আশেপাশের কয়েকটি গোত্রের সাথে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে, সংঘবদ্ধ হয়ে যাদের পক্ষ থেকে মদিনা আক্রমনের হুমকিও ছিল। [[রাজী]]’ ও [[বি’রে মাউনা]]’র ঘটনা তারই প্রমাণ; যাতে ইসলাম বিরোধী জোট বাহিনী প্রতারণা করে মুসলিম ধর্মপ্রচারকদেরকে হত্যা করেছিল। একইভাবে মদিনায় ইসলাম প্রচারে মহানবির (সা.) প্রচেষ্টার ফলপ্রসু হওয়াটাও এর মাধ্যমে স্পষ্ট হয়।<ref>তাবারি, তারিখুত তাবারি, দারুত তুরাস, খণ্ড ২, পৃ. ৫৩৮-৫৫৫।</ref> এ বছর মহানবি (সা.) [[বনি নাযির|বনি নাযিরের]] (মদিনার ইহুদিদের একটি গোত্র) সাথে আলোচনায় বসেন, কিন্তু ইহুদিরা তাঁকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায়। ফলে পরিশেষে তারা ঐ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়।<ref>ওয়াক্বেদি, আল-মাগ্বাযি, ১৪০৫ হি., খণ্ড ১, পৃ. ৩৬৩ এর পর।</ref> | |||
৫ম হিজরীতে মহানবি (সা.) ও মুসলমানরা [[সিরিয়া]]র সীমান্তবর্তী [[দুমাতুল জান্দাল]] এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে। মুসলিম বাহিনী পৌঁছানোর আগেই শত্রু বাহিনী ঐ এলাকা ছেড়ে চলে যায় এবং মুসলমানরা মদিনায় ফিরে আসে।<ref>ওয়াক্বেদি, আল-মাগ্বাযি, ১৪০৫ হি., খণ্ড ১, পৃ. ৪০২-৪০৪; ইবনে হিশাম, সিরাতুন নাবাভিয়্যাহ, দারু ইহইয়ায়িত তুরাসিল আরাবি, খণ্ড ২, পৃ. ২২৪।</ref> | ৫ম হিজরীতে মহানবি (সা.) ও মুসলমানরা [[সিরিয়া]]র সীমান্তবর্তী [[দুমাতুল জান্দাল]] এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে। মুসলিম বাহিনী পৌঁছানোর আগেই শত্রু বাহিনী ঐ এলাকা ছেড়ে চলে যায় এবং মুসলমানরা মদিনায় ফিরে আসে।<ref>ওয়াক্বেদি, আল-মাগ্বাযি, ১৪০৫ হি., খণ্ড ১, পৃ. ৪০২-৪০৪; ইবনে হিশাম, সিরাতুন নাবাভিয়্যাহ, দারু ইহইয়ায়িত তুরাসিল আরাবি, খণ্ড ২, পৃ. ২২৪।</ref> |